‘গুলির আঘাতে ব্যান্ডেড’, কেন্দ্রীয় বাজেটকে কটাক্ষ বিরোধী দলনেতা রাহুলের

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কেন্দ্রীয় বাজেট গুলির আঘাতে ব্যান্ডেড লাগানোর মতো ৷ শনিবার সংসদে 2025-26 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ এই বাজেটকে কটাক্ষ করেন লোকসভার বিরোধী দলনেতা সাংসদ রাহুল গান্ধি ৷

বাজেট প্রসঙ্গে সোশাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ লেখেন, “এটা গুলির জখমে ব্যান্ডেড লাগানোর মতো ৷” তিনি বিজেপির নেতৃত্বে গঠিত তৃতীয় এনডিএ সরকারের সমালোচনা করে লেখেন, “বিশ্বজুড়ে অনিশ্চয়তার আবহ ৷ এর মধ্যে আমাদের অর্থনৈতিক সঙ্কটের সমাধানটা খুবই গুরুত্বপূর্ণ ৷ কিন্তু এই সরকার ভাবনা-চিন্তায় দেউলিয়া হয়ে গিয়েছে ৷”

ইতিমধ্যে দলগতভাবে কংগ্রেসও বাজেটের কড়া সমালোচনা করেছে ৷ অসংগঠিত ক্ষেত্রে মজুরি উল্লেখযোগ্য হারে বাড়ছে না, বেসরকারি বিনিয়োগের গতি মন্থর এবং জটিল জিএসটি পদ্ধতির রোগে ভুগছে দেশের অর্থনীতি ৷ এই রোগ নিরাময়ের কোনও দিশা কেন্দ্রীয় বাজেটে নেই বলে দাবি দেশের প্রধান বিরোধী দলের ৷

এদিকে, এবছরের শেষে বিধানসভা নির্বাচন বিহারে ৷ রাজনৈতিক মহলের অনুমান, সে কথা মাথায় রেখে কেন্দ্রের জোট সরকারের গুরুত্বপূর্ণ অংশীদার নীতিশ কুমারের রাজ্যের জন্য বিশেষ ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ বিহারে তৈরি হবে মাখানা বোর্ড ৷ এছাড়া পশ্চিম কোসি খালের জন্য আর্থিক সহায়তা, আইআইটি পটনার সম্প্রসারণের পাশাপাশি আরও একাধিক ঘোষণা করেছেন ৷ বিহারে তৈরি হবে তিনটি বিমানবন্দর ৷

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা অষ্টম বাজেট প্রসঙ্গে এদিন প্রধানমন্ত্রী মোদি বলেন, ” এমনিতে বাজেটের লক্ষ্য থাকে কীভাবে সরকারের কোষাগার ভর্তি করা যায় সেটা দেখা ৷ কিন্তু এই বাজেটে তার ঠিক উল্টোটা হয়েছে ৷ দেশের মানুষের পকেট কীভাবে টাকায় ভরবে, মানুষের সঞ্চয় কী করে বৃদ্ধি পাবে এবং দেশবাসী কেমন করে উন্নয়নের অংশীদার হয়ে উঠবেন- এই বাজেটে তার শক্তিশালী ভিত্তি রয়েছে ৷ সংস্কারের দিক দিয়ে বলত গেলে, অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে এই বাজেটে ৷”

আরও পড়ুন:– সমস্ত স্টেট ব্যাংকের গ্রাহকদের একাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে? কি কারণে টাকা কেটেছে, গ্রাহকদের কি করণীয় জেনে নিন

আরও পড়ুন:– নিষিদ্ধ ঘোষণা ! রাজ্যে 17টা ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্যভবন, দেখে নিন তালিকা

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন