Bangla News Dunia , Pallab : গৃহযুদ্ধ বিধ্বস্ত মায়ানমারের রাখাইন প্রদেশের পশ্চিমাংশে ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হতে পারে, যা দেশের সামগ্রিক মানবিক সংকটকে আরও গভীর করে তুলবে। রাষ্ট্রপুঞ্জের উন্নয়ন কর্মসূচি প্রকাশিত এক রিপোর্টে এই আশঙ্কার কথা জানানো হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, গৃহযুদ্ধের কারণে মায়ানমারের কৃষি উৎপাদন মারাত্মক ভাবে প্রভাবিত হয়েছে। ইতিমধ্যেই খাদ্য উৎপাদন প্রায় তলানিতে ঠেকেছে, আর এই অবস্থার মধ্যেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
আরো পড়ুন : সন্তানকে মানুষ করতে মেনে চলুন কালাম স্যারের ৬ নীতি, সমাজে দৃষ্টান্ত সৃষ্টি করবে আপনার বাচ্চা
বিশেষ করে রাখাইন প্রদেশের পশ্চিমাংশে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাস, যারা ইতিমধ্যেই দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার। এই অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিলে তাদের জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে উঠতে পারে। প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং ভারতকে শরণার্থীর নতুন ঢেউয়ের চাপ নিতে হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। রোহিঙ্গা সংকট ইতিমধ্যেই বাংলাদেশের উপর বড় ধরনের প্রভাব ফেলেছে, আর এই নতুন সংকট ওই চাপকে আরও বাড়িয়ে তুলতে পারে।
মায়ানমারের চলমান গৃহযুদ্ধের প্রভাব অর্থনীতির প্রতিটি ক্ষেত্রেই পড়েছে। তবে কৃষি উৎপাদন তলানিতে নামার কারণে খাদ্যসংকটের সম্ভাবনা আরও বেশি হয়ে উঠেছে। দেশটির বহু অংশে কৃষকদের চাষাবাদ বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার জেরে দ্রুত বাড়ছে খাদ্যপণ্যের দাম। সাধারণ মানুষ খাদ্যসামগ্রী কিনতে ক্রমেই অসুবিধার সম্মুখীন হচ্ছেন। #End