Bangla News Dunia, বাপ্পাদিত্য:- একটা সময় ইন্ডাস্ট্রিতে রাজ করেছেন গোবিন্দা। তাঁর অভিনয় ক্ষমতা, একের পর এক সুপারহিট সিনেমা সমৃদ্ধ করেছে দর্শককেও। এহেন অভিনেতার স্ত্রী সুনীতা আহুজা এর আগেও তাঁদের বৈবাহিক জীবনের নানা দুষ্টু-মিষ্টি মুহূর্ত ভাগ করেছিলেন। গোবিন্দার সঙ্গে প্রেমের সময় একেবারেই নাকি অন্যরকম চেহারা ছিল সুনীতার। ছোট চুল, স্কার্ট পরে ঘুরতেন। অভিনেতা প্রায়ই তাঁকে ছেলে বলে সম্বোধন করেও মজা করতেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে কী বদলে গিয়েছে তাঁদের সম্পর্কের সমীকরণ? কী কী পরিবর্তন এসেছে অভিনেতার? খোলসা করলেন স্ত্রী।
গোবিন্দা-পত্নীর কথায়, ‘আমি সবসময় হাফপ্যান্ট পরতাম। আমার চুলও ছোট ছিল যখন আমার তাঁর সঙ্গে প্রথম দেখা হয়। তিনি আমায় তাই ছেলে বলতেন। সব সময় শাড়ি পরাতে চেয়েছিলেন। আমি এসব পছন্দ করতাম না। খুব ব্যাকডেটেড মনে হতো।’ তবে সম্পর্ক শুরুর উদ্যোগ নাকি নিয়েছিলেন প্রথম সুনীতা। কারণ, গোবিন্দা কোনও মহিলার সঙ্গে কথা বলা, বা তাঁকে স্পর্শ করতে খুব ভয় পেতেন।
আরও পড়ুন:– জলে ন্যাপথালিন! আশঙ্কা বাড়তে পারে বন্ধ্যত্ব, অ্যাজ়মা–ক্যান্সারও, জানুন বিস্তারিত
সময় ও পরিস্থিতি একটা মানুষকে বদলে দিতে পারে। তাই খানিক ব্যঙ্গাত্মক সুরেই সুনীতা বলেন, ‘এখন আমি জানি না ও কেমন হয়েছে। একজন মানুষ আপনার চোখের আড়ালে কী হতে পারে সেটা বোঝার উপায় নেই। তাই কোনও পুরুষকে বিশ্বাস করা উচিত নয়। মানুষ গিরগিটির মতো রং বদলায়। ৩৭ বছর হয়ে গিয়েছে আমাদের বিবাহিত জীবন। এখন সে আর কোথায় যাবে? এটা ভাবা ঠিক নয়।।’
সাক্ষাৎকারে আরও বেশ কিছু বিষয় দর্শকের সঙ্গে ভাগ করেছেন অভিনেতার স্ত্রী। তাঁরা দু’জন এখন দুটি আলাদা বাড়িতে থাকেন। গোবিন্দা তাঁর বাংলোতে থাকেন। কারণ, সেখানে প্রতিদিন তাঁর নানা মিটিং থাকে, অনেক লোকজন আসে। ‘আমাদের আসলে দুটো বাড়ি। আমাদের বাড়ির উল্টোদিকেই একটা বাংলো আছে। আমি ছেলে-মেয়েদের নিয়ে বাড়িতে থাকি। ওখানে মন্দিরও আছে, পুজো করি। গোবিন্দাজির কাছে প্রতিদিন প্রচুর লোক আসেন। তিনি আসলে কথা বলতে ভালোবাসেন। কিন্তু, আমরা খুব বেশি কথা বলি না। কারণ, আমি মনে করি বেশি কথা বললে এনার্জি নষ্ট হয়ে যায়।’
আরও পড়ুন:– অবিবাহিত যুগলদের জন্য বন্ধ হলো OYO রুম, নতুন নিয়ম জানেন তো?
পর্দায় যাঁর রোম্যান্টিক অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শক, বাস্তবে তিনি নাকি একেবারেই রোম্যান্টিক নন। এ প্রসঙ্গে সুনীতা বলেন, ‘আমি বলেছি পরের জন্মে তোমাকে আর আমি স্বামী হিসেবে চাই না। কখনও ঘুরতে নিয়ে যায় না। আমার খুব ইচ্ছে করত স্বামীর সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাব। কিন্তু, তিনি তো কাজেই সমস্ত সময় দিয়ে দেন। আমার মনে পড়ে না কখনও একটা সিনেমা দেখতে গিয়েছি একসঙ্গে।’
তাই সময়ের সঙ্গে সঙ্গে বিয়ে বিষয়টির উপর ধারণা বদলে যাচ্ছে তাঁর। গোবিন্দা-পত্নীর কথায়, যখন রবিনা বা কারিশ্মার মতো অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন তাঁর স্বামী, তখনও নিরাপত্তাহীনতায় ভোগেননি সুনীতা। বরং, এখন তিনি অনেক বেশি সাবধানী। কারণ জিজ্ঞেস করায় একগাল হেসে জবাব, ‘৬০ বছর বয়স হয়ে গেলে মানুষ জ্ঞান হারিয়ে ফেলেন। নিজেরাই জানে না সে কী চায়, বা কী করে।’
আরও পড়ুন:– নতুন বছরে পোস্ট অফিস চালু করল নতুন নিয়ম। এই কাজ না করলে লেনদেন বন্ধ। বিপদে পড়ার আগে জেনে নিন
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025