Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাতের অন্ধকারে কেউ বা কারা কেটে নিয়ে গিয়েছে তিন-তিনটি গোরুর বাঁট। চামরাজপেট এলাকায় ঘটা এই ঘটনাকে কেন্দ্র করে, রবিবার (১২ জানুয়ারি) তীব্র উত্তেজনা ছড়াল বেঙ্গালুরু শহরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চামরাজপেটের বিনায়কনগর এলাকায় এই ঘটনা ঘটেছে। তিনটি গোরুই কর্ণ নামে স্থানীয় এক ব্যক্তির।
জানা গিয়েছে, চামরাজপেটে আলমাস স্কুলের কাছে অবস্থিত ডান্ডু মারিয়াম্মা মন্দির সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে। শনিবার মাঝরাতে গোরুগুলিকে তীব্র আর্তনাদ করতে শুনে ঘুম ভেঙে গিয়েছিল স্থানীয় বাসিন্দাদের। অনেকেই ঘর থেকে বেরিয়ে এসেছিলেন। বাইরে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল তিনটি গোরুই। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয় স্তরে। এই ঘটনার প্রেক্ষিতে কর্নাটক সরকার উপযুক্ত ব্যবস্থা না নিলে ‘কালো সংক্রান্তি’ পালনের হুমকি দিয়েছে বিজেপি।
আরও পড়ুন:– মহাকাশে এই প্রথম ভেসে বেড়ানো শুরু করল প্রকৃতির দান, লেখা হল নতুন ইতিহাস
কর্নাটক বিধানসভার বিরোধী দলনেতা আর অশোক বলেছেন, ‘এই জঘন্য কাজ জিহাদি মানসিকতার প্রতিফলন। সরকার যদি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তবে আমরা ‘কালো সংক্রান্তি’ পালন করব।’ তিনি জানান, সংক্রান্তি উৎসবে গোরুদের সুন্দর করে সাজিয়ে পুজো করা হয়। কিন্তু, এই ঘটনার পর সংক্রান্তি উদযাপন করাই প্রশ্নের মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
কংগ্রেস সরকারের বিরুদ্ধে মুসলিমদের তোষণ করার অভিযোগ করেছে গেরুয়া শিবির। চামরাজপেটের পাঁচবারের বিধায়ক তথা বর্তমান মন্ত্রী জামির আহমেদ খানের দিকে আঙুল তুলেছে তারা।
দলীয় কর্মীদের সঙ্গে এ দিন ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন আর অশোক। গোরুর মালিককে তিনি সান্ত্বনাও দেন। আর অশোক ছাড়াও রাজ্য বিধান পরিষদের বিরোধী দলনেতা চালওয়াদি নারায়ণস্বামী এবং প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সি এন অশ্বথ নারায়ণ-সহ বেশ কয়েকজন বিজেপি নেতা এই ঘটনার নিন্দা করেছেন।
এ দিকে, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দকে এই মামলার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সিদ্দারামাইয়া বলেন, ‘আমি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। আমি তাঁকে দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে বলেছি। কারা এটা করেছে, তাদের খুঁজে বের করতে বলেছি।’ দোষীদের বিচারের আশ্বাস দিয়েছেন তিনি। তবে তাঁর অভিযোগ, এই ঘটনায় রাজনীতির রঙ লাগানোর চেষ্টা করছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি।
এ দিকে, এই ঘটনার প্রেক্ষিতে কটনপেট থানায় একটি অভিযোগ জানিয়েছেন গোরুর মালিক কর্ণ। সেই অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার উপযুক্ত ধারায় প্রাণী হত্যা বা বিকলাঙ্গ করার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। এক পুলিশ কর্তা বলেছেন, ‘আমরা এখনও জানি না কে বা কারা এটা করেছে। তদন্ত চলছে।’
আরও পড়ুন:– একরত্তি মেয়ের চিকিৎসায় বিপুল খরচ, অভিষেকের দ্বারস্থ পরিবার
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025