গ্রামীণ এলাকায় দারিদ্রতার হার নেমেছে ৫ শতাংশের নীচে, এসবিআই-এর রিপোর্ট আর কি কি জানাচ্ছে ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পভার্টি রেশিও বা দারিদ্রের হার কমছে ভারতে। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার রিসার্চ রিপোর্টে উঠে এল এমনই তথ্য। ২০২৩-২৪ অর্থবর্ষে দারিদ্রের হার কমে হয়েছে ৪.৮৬ শতাংশ। ২০১১-১২ সালে এই হার ছিল ২৫.৭ শতাংশ। এই সময়কালের মধ্যে আর্বান এলাকায় দারিদ্রও ৪.৬ শতাংশ থেকে কমে হয়েছে ৪.০৯ শতাংশ।

এই রিপোর্টের বিষয়ে স্টেট ব্যাঙ্কের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা সৌমকান্তি ঘোষ বলেছেন, ‘গ্রামীণ এলাকায় দারিদ্রের হারে ২০২২-২৩ সালেই ৭.২ শতাংশে নেমেছিল। ২০২৩-২৪ অর্থবর্ষে তা ৫ শতাংশের নীচে নেমেছে। আমরা মনে করছি এখন দেশে দারিদ্রের হার ৪ থেকে ৪.৫ শতাংশের মধ্যেই থাকবে। এক্সট্রিম প্রভার্টি খুব সামান্য স্তরে নেমে আসবে।’ তিনি জানিয়েছেন, প্রতি মাসে মাথাপিছু খরচ করার ক্ষমতা বাড়িয়েই সাম্প্রতিক এই হিসাব করা হয়েছে। ২০১১-১২ অর্থবর্ষে গ্রামীণ এলাকায় মাথা পিছু মাসিক খরচের ক্ষমতা ধরা হয়েছিল ৮১৬ টাকা। শহরাঞ্চলে তা ছিল ১ হাজার টাকা। সাম্প্রতিক রিপোর্টে এই মাত্রা ধরা হয়েছে যথাক্রমে ১ হাজার ৬৩২ টাকা এবং ১ হাজার ৯৪৪ টাকা। গ্রামীণ এলাকায় কাজের মজুরি বৃদ্ধি এই গরিবি মাত্রা দূর করতে সাহায্য করেছে বলেও উল্লখিত হয়েছে ওই রিপোর্টে।

দেশের গ্রামীণ এবং শহরাঞ্চলে দারিদ্রের হার কম হওয়ার পাশাপাশি মাথাপিছু খরচ করার ক্ষমতার ফারাকও কমেছে। ২০০৯-১০ অর্থবর্ষে গ্রামীণ ও শহরাঞ্চলের মধ্যে মাথাপিছু খরচ করার ক্ষমতার ফারাক ছিল ৮৮.২ শতাংশ। এখন তা কমে হয়েছে ৬৯.৭ শতাংশ। গত কয়েক বছরে গ্রামীণ এলাকায় পরিকাঠামোর উন্নয়ন, বিভিন্ন সরকারি পরিষেবার সুবিধা গ্রামীণ এলাকায় জীবনযাত্রার মান উন্নত করেছে বলে উঠে এসেছে এই রিপোর্টে। যার জেরেরই দারিদ্রতার হার কমেছে।

আরও পড়ুন:– এখনই কিনবেন না এই সব স্মার্টফোন, দিন কয়েক পরেই কমতে পারে দাম

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন