Bangla News Dunia, দীনেশ :- নতুন বছরের শুরুতে গ্রাহকদের জন্য বড় একটি দুঃসংবাদ নিয়ে এসেছে রিলায়েন্স জিও। দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা জিও তাদের দুটি জনপ্রিয় ডেটা ভাউচারের বৈধতার সময়সীমা কমানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই পরিবর্তনের ফলে গ্রাহকদের পকেটে এবার বাড়তি চাপ পড়তে পারে।
জিওর ১৯ টাকার প্ল্যান
জিওর ১৯ টাকার ডাটা ভাউচারে আগে ব্যবহারকারীদের বেস প্ল্যানের বৈধতার সঙ্গে কার্যকর থাকতো। যেমন কারো যদি বেস প্ল্যান ২৮ দিন হয় তাহলে ডেটা ভাউচারটিও সেই একই সময় ব্যবহারযোগ্য থাকতো। তবে এখন ডেটা ভাউচারটি শুধুমাত্র একদিনের জন্য বৈধ থাকবে। এর ফলে গ্রাহক একদিনের মধ্যেই ডেটা সম্পূর্ণ ব্যবহার না করলে তা কেটে নেওয়া হবে।
আরো পড়ুন :- ২০২৪ সালে ভারতীয়রা গুগলে সবচেয়ে বেশি কী সার্চ করলেন ? একনজরে দেখে নিন তালিকা
জিওর ২৯ টাকার প্ল্যান
১৯ টাকার মতোই ২৯ টাকার ডেটা প্যাকেও পরিবর্তন এনেছে জিও। আগে এটিও বেস প্ল্যানের বৈধতার সঙ্গে কার্যকর থাকতো। কিন্তু এখন এটি মাত্র দুই দিনের জন্য বৈধ থাকবে। এর ফলে গ্রাহকরা অতিরিক্ত ডেটা ব্যবহারের জন্য পুনরায় রিচার্জ করতে হবে।
কেন এই পরিবর্তন?
জিও তাদের ডেটা প্ল্যানের বৈধতা কমানোর কারণ এখনও পরিষ্কার হবে জানায়নি। তবে টেলিকম বিশেষজ্ঞরা মনে করছেন, বাজারে প্রতিযোগিতা বাড়ানোর পাশাপাশি ইনকাম বাড়ানোর উদ্দেশ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
গ্রাহকদের উপর প্রভাব
জিওর এই নতুন পরিবর্তনের ফলে ডেটা ভাউচারগুলির ব্যবহারিক সুবিধা কমে যেতে পারে। অনেক গ্রাহক যাদের স্বল্প মেয়াদের ডেটা প্রয়োজন, যারা এই প্ল্যানগুলি ব্যবহার করতেন তাদের জন্য এটি একটি বড় দুঃসংবাদ হতে চলেছে।
গ্রাহকদের প্রতি পরামর্শ
এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে গ্রাহকদের আরও পরিকল্পিতভাবে ডেটা ব্যবহার করতে হবে। একইসঙ্গে দীর্ঘমেয়াদী বেস প্ল্যানের সুবিধা নিতে পারেন, যাতে কম সময়ের ডেটা ভাউচার ব্যবহার করার প্রয়োজন না হয়। এই নতুন পরিবর্তনগুলো গ্রাহকদের জন্য কতটা সুবিধাজনক বা অসুবিধাজনক হবে তা এখন সময়েই দেখা যাবে।
আরো পড়ুন :- ‘এবার ঘুরে দাঁড়ানোর পালা’- কার উদ্দেশ্যে বার্তা সলমন খানের ?
JOB : ভারতীয় সেনায় SSC অফিসার নিয়োগ 2025https://t.co/YuunH7IhJC
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
JOB : রেলওয়ে TTE নিয়োগ 2025, দেখুন আপনার কি কি জানা দরকারhttps://t.co/NjdMR6XBIM
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
CRPF কনস্টেবল নিয়োগ 2025 : দেখুন আবেদন, যোগ্যতা এবং নির্বাচন বিশদেhttps://t.co/oVAvn83dXS
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025