‘ঘর ভাড়া নিলে পান্ডা ঠিক করবে হোটেল’, তারাপীঠে ফতোয়া বিতর্ক, সত্যিটা কী? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ঘর ঠিক করে দেবেন হোটেল কর্তৃপক্ষ। কোন পান্ডাকে দিয়ে মন্দিরে পুজো দেবেন, সেটাও ঠিক করে দেবেন হোটেল কর্তৃপক্ষ। প্রচ্ছন্ন ফতোয়া জারি হয়েছে তারাপীঠে? অভিযোগ, অনেক পর্যটকরাই এরকম ধরণের সমস্যার সম্মুখীন হয়েছেন গত কয়েকদিনে। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশন।

সাধক বামাক্ষ্যাপার সিদ্ধিলাভের তারাপীঠের জগৎজোড়া নাম। রাজ্য ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সারা বছরই লক্ষ লক্ষ পর্যটক আসেন তারাপীঠে। পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে যান। রাত্রি নিবাসের জন্য তারাপীঠ মন্দির সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে শত শত হোটেল। তবে, হোটেলে ঘর বুকিং নিয়ে বেশ কয়েকদিন ধরে উঠেছে গুরুতর অভিযোগ।

আরও পড়ুন:– কোনও ব্যক্তি সর্বোচ্চ ক’টি ফিক্সড ডিপোজ়িট খুলতে পারেন? কী বলছে নিয়ম? জেনে নিন

পর্যটকদের দাবি, ঘর বুকিং করতে গেলে হোটেল কর্তৃপক্ষই ঠিক করে দিচ্ছে পান্ডা। তাঁদেরকে দিয়েই পুজো দিতে হচ্ছে। এমনকী অনেক ক্ষেত্রে হোটেলের ঠিক করে দেওয়া পান্ডা নিতে অরাজি হলে ঘর বুকিং পেতেও সমস্যা হচ্ছে বলে অভিযোগ পুণ্যার্থীদের। এই ঘটনায় একদিকে সমস্যায় পড়ছেন পর্যটকরা, অন্যদিকে উপার্জন কমছে বেশ কিছু পান্ডারও।

বিষয়টি কানে গিয়েছে হোটেল মালিক সংগঠনের। তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি সুনীল গিরি বলেন, ‘বেশ কয়েকজন পান্ডা আমাকে এই ঘটনার কথা বলেছেন। তবে তার সত্যতা নিয়ে সংশয় রয়েছে। যদিও এটা শোনামাত্রই আমি সংগঠনের তরফে জানিয়ে দিয়েছি হোটেল ভাড়া দেওয়া ছাড়া এ ধরনের কিছু কোনও হোটেল কর্তৃপক্ষ করতে পারবে না। করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ বিষয়টি নিয়ে তারাপীঠ মন্দিরের সেবাইত সৈকত মুখোপাধ্যায় বলেন, ‘এরকম ঘটনার কথা আমরা বেশ কিছুদিন ধরেই শুনছি। তবে তা সত্যি না মিথ্যে সেটা বলতে পারব না।’

আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া

আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন