Bangla News Dunia, Pallab : আর কিছু দিনের অপেক্ষা তারপরেই প্রকাশ্যে আসবে বাজেট ২০২৫ (Budget 2025)। তবে বাজেট আসার আগেই প্রতিবারের মত এবারেও কি ঘোষণা হতে চলেছে সেই নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে সর্বত্র। বিশেষ করে ১লা ফ্রেব্রুয়ারি প্রবীণ নাগরিকদের জন্য একাধিক খুশির খবর মিলতে পারে বলে আসা করা হচ্ছে। ইতিমধ্যেই এই প্রসঙ্গে একাধিক দাবিও পেশ করা হয়েছে সিনিয়ার সিটিজেন ও সুপার সিনিয়ার সিটিজেনদের বিভিন্ন সংগঠনের তরফ থেকে। কী দাবি জানানো হয়েছে? জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
আরো পড়ুন :- ভারতের কব্জায় থাকা নদীর অংশ দখলমুক্ত করলো বাংলাদেশ, জানুন বিস্তারিত
বাজেটের আগে কী দাবি সিনিয়ার ও সুপার সিনার সিটিজেনদের?
সিনিয়ার ও সুপার সিনিয়ার সিটিজেনদের সংগঠনের তরফ থেকে জানানো হককে রিটায়ারমেন্টের সময় ব্যাঙ্কে থাকা টাকা ও ফিক্সড ডিপোজিট থাকা টাকা অনেকটাই গুরুত্বপূর্ণ। তাই এই সেভিংস প্রকল্পের পাওয়া সুদের উপর প্রদেয় ট্যাক্স সরিয়ে দেওয়ার জন্য আবেদন করা হয়েছে অর্থমন্ত্রীর কাছে। এতে অবসরের পর আর্থিক চিন্তা বেশ কিছুটা কম হবে।
সেকশন 80TTA অনুযায়ী কর ছাড়
আপনি যদি পুরোনো ট্যাক্স রিজিমে আইটি রিটার্ন ফাইল করেন তাহলে সেভিংস অ্যাকাউন্টে থাকা টাকার উপর পাওয়া সুদের ১০,০০০ টাকা ট্যাক্স ফ্রি। তবে এবার এই ঊর্ধ্বসীমা বাড়িয়ে ২০,০০০ করে দেওয়ার জন্য দাবি করা হয়েছে। কারণ আজও দেশের বেশিরভাগ প্রবীণ নাগরিকেরা টাকা সঞ্চয়ের জন্য ব্যাঙ্কের উপরেই ভরসা করেন।
সেকশন 80TTB অনুযায়ী কর ছাড়
আয়কর আইনের সেকশন 80TTB অনুযায়ী প্রবীণ নাগরিকদের ব্যাঙ্ক রাখা টাকার থেকে আসা সুদের হার ৫০,০০০ টাকা পর্যন্ত হলে কোনো ট্যাক্স দিতে হয় না। অর্থাৎ সেটা ডিডাকশন হিসাবে দেখিয়ে দেওয়া যায়। এবার সেটাকেও বাড়িয়ে দ্বিগুণ বা ১,০০,০০০ টাকা করে দেবার জন্য দাবি করা হয়েছে। এতে প্রবীণ নাগরিকদের অনেকটাই স্বস্তি মিলবে।
তবে এই সমস্ত কর ছাড়ের ঘোষণা তাদের জন্য কার্যকরী হবে যারা পুরোনো ট্যাক্স ফিজিমে আইটি ফাইল করবেন। তাই যদি কেউ নতুন রিজিমে একবার আইটি ফাইল সাবমিট করে থাকেন তিনি আর পুরোনো রিজিমের এই ডিডাকশনের সুবিধা গুলি পাবেন না।
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025