Bangla News Dunia, Pallab : ২০২৪ এর শেষের দিক থেকে অর্থাৎ ক্রিস্টমাস ইভ থেকে শুরু করে বর্ষবরণ পর্যন্ত কনকনে শীতের একদম দেখা পাওয়া যায়নি। শুধু তাই নয় চলতি বছরের মকর সংক্রান্তিতেও শীতের কূল কিনারা পাওয়া যায়নি। আবহাওয়াবিদরা জানিয়েছেন চলতি বারের মকর সংক্রান্তি গত ১২ বছরের তুলনায় সবচেয়ে ঊষ্ণ। সব মিলিয়ে কোন দিনই জাঁকিয়ে শীত এবছর অনুভব করল না বঙ্গবাসী।
আরও পড়ুন:– চুক্তির নিয়ম অনুযায়ী ভারতের দাবি মেনে নিল বাংলাদেশ, বিস্তারিত জানুন
বছর শুরুর প্রথম কয়েকদিন কলকাতা এবং দক্ষিণবঙ্গে (South Bengal) একেবারে ঝোড়ো ব্যাটিং করেছিল শীত। কিন্তু মাঝে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হঠাৎ করেই সেই কনকনে শীত উধাও হয়ে গিয়েছে। শীতের এই লুকোচুরিতে একপ্রকার বিরক্ত রাজ্যবাসী। তবে চিন্তা নেই ফের একবার বঙ্গে ঘুরে দাঁড়াতে চলেছে ঠান্ডা।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শনিবার থেকেই ফের একবার আবহাওয়ার বড় বদল দেখা দিতে চলেছে। সকাল থেকেই উত্তুরে হাওয়ার দাপট দেখা যাবে। যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছুটা হলেও তাপমাত্রার পারদ কমবে। কিছুটা প্রবল ঠান্ডা অনুভূত হবে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে এই আবহাওয়া, আগামী কয়েকদিন রাজ্যে বিরাজ করবে।
অন্যদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট থাকবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল উত্তরবঙ্গে প্রবল ঠান্ডা অনুভূত হবে। কালিম্পং এর পাশাপাশি বিশেষ করে দার্জিলিং এর একাধিক জায়গায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। জানা গিয়েছে আগামী কয়েকদিন উত্তরের একাধিক জেলায় পারদ নামতে পারে। একই সঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদায় ঘন কুয়াশার সতর্কতা দিয়েছে আলিপুর হাওয়া অফিস।