Bangla News Dunia, দীনেশ :- সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য সরকারি আধিকারিকদের ঘুষের দেওয়ার প্রস্তাবের অভিযোগের পর আমেরিকার বাজারে 600 মিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাবিত বন্ড না-ছাড়ার সিদ্ধান্ত নিল আদানি গ্রিন এনার্জি ৷ আপাতত তা স্থগিত রাখা হচ্ছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে ৷
আদানি গ্রিন এনার্জি বৃহস্পতিবার জানিয়েছে, আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি এবং অন্যান্য ভারতীয় নির্বাহীদের বিরুদ্ধে ঘুষের অভিযোগে অভিযুক্ত করার পরই কোম্পানি প্রস্তাবিত USD প্রধান বন্ডের অফারগুলি স্থগিত করেছে ৷ এদিন এক বিবৃতিতে আদানি গ্রিন এনার্জি লিমিটেড জানিয়েছে, “মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটি ফৌজদারি এবং একটি সিভিল অভিযোগ এনেছে আমেরিকার জেলা আদালতে । আমাদের বোর্ড সদস্য গৌতম আদানি এবং সাগর আদানির বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে ।”
আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?
একই সঙ্গে ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, “যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ আমাদের বোর্ডের সদস্য বিনীত জৈনকেও এই ধরনের অপরাধমূলক অভিযোগে অন্তর্ভুক্ত করেছে । এই পরিস্থিতিতে আমাদের সহযোগী সংস্থাগুলি বর্তমানে প্রস্তাবিত USD ডিনোমিনেটেড বন্ড না-ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ৷”
আরো পড়ুন :- বিশ্ব বাণিজ্যে চিনকে টক্কর দিতে প্রস্তুত ভারত !
আদানি গ্রিন এনার্জি জানুয়ারিতে গ্রুপের সবচেয়ে বড় ঋণের নতুন গ্রিন এনার্জি প্রকল্পে অর্থায়নের জন্য 1.5 বিলিয়ন ইউএস ডলার সংগ্রহ করার পরিকল্পনা করছিল । কোম্পানির লক্ষ্য ছিল বন্ড মার্কেটে ট্যাপ করা এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ডিবিএস ব্যাঙ্ক, এমিরেটস এনবিডি ব্যাঙ্ক পিজেএসসি, ফার্স্ট আবুধাবি ব্যাঙ্ক পিজেএসসি-সহ একাধিক ব্যাঙ্ককে জয়েন্ট বুকরানার হিসাবে নিয়োগ করেছে ।
আরো পড়ুন :- অবশেষে ২০২৫ সালে জনগণনা ! কতটা রাজনৈতিক সুবিধা পাবে বিজেপি ?
মার্কিন যুক্তরাষ্ট্রের ঘুষের অভিযোগ কী ?
মার্কিন প্রসিকিউটররা বুধবার গৌতম আদানিকে কয়েক মিলিয়ন ডলার ঘুষ দেওয়ার এবং বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থপ্রদান গোপন করার অভিযোগ এনেছে । তারা অভিযোগ করেছে যে আদানি লাভজনক সৌরশক্তি সরবরাহ চুক্তির জন্য ভারতীয় আধিকারিকদের 250 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি ঘুষ দিতে রাজি হয়েছিল।
আগামী 20 বছরে এই চুক্তির ফলে কর মেটানোর পরেও প্রায় 2 বিলিয়নেরও বেশি মুনাফা তৈরি করবে বলে অনুমান করা হয়েছিল ৷ প্রসিকিউটররা আরও জানিয়েছেন, আদানির সহযোগীদের একজন সতর্কতার সঙ্গে ঘুষের পেমেন্ট ট্র্যাক করেছিল ৷ ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল লিসা মিলার বলেন, “এই অভিযোগে ভারতীয় সরকারি আধিকারিকদের 250 মিলিয়ন মার্কিন ডলার বেশি ঘুষ দেওয়া ও বিলিয়ন ডলার সংগ্রহের জন্য বিনিয়োগকারী এবং ব্যাঙ্কের কাছে মিথ্যা বলা এবং ন্যায়বিচারে বাধা দেওয়ার পরিকল্পনার অভিযোগ করা হয়েছে ।”
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
SAIL Recruitment 2024: সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে ৫১ টি শূন্য পদে হবে নিয়োগ!👇🏻https://t.co/E7DZnMLaHl
— Daily Khabor Bangla (@daily_khabor) November 20, 2024
কবে পাবেন আবাস যোজনা টাকা? জেনে নিন দিনক্ষণ!👇🏻https://t.co/XzWAb17x9u
— Daily Khabor Bangla (@daily_khabor) November 20, 2024
আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের
আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর
আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের