Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কারাগারে অসুস্থ চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী। চট্টগ্রামের জেলে তিনি ঠিকমতো চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ। এই দাবি করেছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। যদিও চিন্ময়কৃষ্ণর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন তাঁর আইনজীবী রবীন্দ্র ঘোষ।
আগামী ২ জানুয়ারি চট্টগ্রাম আদালতে তাঁর জামিন নিয়ে শুনানি হবে। তার আগেই তাঁর নিঃশর্ত কারামুক্তি এবং সুচিকিৎসার দাবি করেছে বাংলাদেশের হিন্দুদের সংগঠন। একই সঙ্গে তাঁর সুস্থতার কামনায় ১ জানুয়ারি প্রার্থনার ডাক দেওয়া হয়েছে। চিন্ময়কৃষ্ণের মুক্তি নিশ্চিত করার জন্য আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হস্তক্ষেপ করার আবেদন করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিরা।
বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর লাগাতার নির্যাতন চলছে বলে অভিযোগ। এই অবস্থায় সেখানকার সংখ্যালঘুদের রক্ষা করতে ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চাইছেন বাংলাদেশি আমেরিকানরা। তাঁদের দাবি, বাংলাদেশে যেভাবে ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে তাতে তাঁরা‘অস্তিত্বের হুমকি’তে পড়েছেন। হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণর হস্তক্ষেপ চেয়ে রবিবার ট্রাম্পের কাছে আর্জি জানিয়েছেন তাঁরা।
আরো পড়ুন:– প্যান কার্ড নিস্ক্রিয় হতে চলেছে নতুন বছরে? এইভাবে প্যান কার্ড স্ট্যাটাস চেক করে জানুন
গত ২৫ নভেম্বর গ্রেপ্তার করা হয় চিন্ময়কৃষ্ণকে। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা রুজু হয়েছে। এর আগের দিন শুনানিতে তাঁর কোনও আইনজীবীকে আদালতে আসতে দেওয়া হয়নি বলে অভিযোগ। চিন্ময়কৃষ্ণর হয়ে আদালতে কেউ সওয়াল করতে পারবেন বলে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।
এ দিকে, বাংলাদেশের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের অভিযোগ, চিন্ময়কৃষ্ণ-সহ ১৯জনের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা মিথ্যা এবং হয়রানিমূলক। ওই মামলায় তাঁকে দ্রুত মুক্তি দেওয়ার দাবিও উঠেছে।
এ দিকে, বাংলাদেশের হিন্দু সংগঠনগুলির দাবি, চট্টগ্রাম জেলে চিন্ময়কৃষ্ণ অসুস্থ হয়ে পড়লেও তাঁর ঠিকমতন চিকিৎসা হচ্ছে না। তাঁর রক্তচাপ এবং রক্তে সুগারের মাত্রা কমে গিয়েছে বলে সূত্রের খবর। কয়েকদিন আগেও তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আবার তিনি অসুস্থ হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে হিন্দুদের সংগঠনগুলি।
তাঁর অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসকনের মুখপাত্র রাধারমণ দাসও। চিন্ময় প্রভুর দ্রুত আরোগ্য কামনায় নতুন বছরের প্রথম দিনে বাংলাদেশের সব মন্দিরে বিশেষ প্রার্থনা করার আহ্বানও জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট।
আগামী ২ তারিখ ফের চট্টগ্রামের আদালতে চিন্ময় প্রভুর জামিনের শুনানি হবে। ওই দিন এই সন্ন্যাসী যাতে জামিন পান, সেই জন্য আপ্রাণ চেষ্টা করবেন বলে জানিয়েছেন রবীন্দ্র ঘোষ।
আরো পড়ুন:– লং টার্মে লগ্নি কথা ভাবছেন? ২০২৫ সালে কিনতে পারেন এই ৯ স্টক
আরো পড়ুন:– কেটে গিয়েছে ৪০ বছর, এখন পোড়ানো হবে ভোপাল গ্যাস দুর্ঘটনার বিষাক্ত বর্জ্য, এতো দেরি কেন ?