Bangla News Dunia, বাপ্পাদিত্য:- লক্ষ্য মঙ্গল গ্রহ। সেখানে গড়ে তুলতে হবে মানুষের উপনিবেশ। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের এই ইচ্ছে বহু পুরনো। সেই লক্ষ্যেই কাজ করছে মাস্কের সংস্থা স্পেস এক্স। অন্তত এক দশক ধরে মঙ্গল গ্রহে বসতি গড়ে তোলার লক্ষ্যে কাজ চালানো হচ্ছে।
শুক্রবার ইলন মাস্ক বলেন, তাঁরা মঙ্গলগ্রহ অভিযানকেই অগ্রাধিকার দিচ্ছেন। একটি X পোস্টে মাস্ক লিখেছেন, ‘আমরা সোজা মঙ্গলে যাব। চাঁদ নিয়ে সময় নষ্ট করব না।’ পৃথিবী থেকে সোজা মঙ্গলের মাটিতে পৌঁছনোর স্বপ্ন দেখছেন মাস্ক। সেই মতোই কাজ গোচ্ছাচ্ছেন তিনি। মহাকাশে ও মঙ্গল গ্রহে বসতিস্থাপন নিয়ে অ্যাস্ট্রো ফিজ়িসিস্ট পিটার হেগের একটি মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে এমন বক্তব্য রাখেন ইলন মাস্ক।
আরও পড়ুন:– তৃণমূল কাউন্সিলার খুনে দুই চক্রীর নাম-ছবি প্রকাশ পুলিশের, সন্ধান দিলেই ২ লক্ষ পুরস্কার
২০১৬ সালের সেপ্টেম্বরে প্রথম ইলন মাস্ক মঙ্গল গ্রহে উপনিবেশ গড়ার কথা বলেন। তাঁর মতে, ভবিষ্যতে যাতে মানুষ বিলুপ্ত না হয়ে যায়, তার জন্য মঙ্গলে এবং অন্য গ্রহে বসতি স্থাপন করা প্রয়োজন। সেই সময়েই তিনি জানিয়েছিলেন ২০২২ সালে মঙ্গলগ্রহে মানুষ পা রাখবে। এর পরে ২০২৪ সালের সেপ্টেম্বরে মাস্ক ঘোষণা করেন, ২০৩০ সালের মধ্যে মঙ্গল গ্রহে মানুষ পৌঁছনোর লক্ষ্য রয়েছে তাঁর। ২০২৬ সালে প্রথম মঙ্গলগ্রহে মনুষ্যবিহীন অভিযান করবে মাস্কের সংস্থা স্পেসএক্স।
ইলন মাস্কের মতে, স্পেসএক্স-এর মনুষ্যবিহীন মঙ্গল অভিযান তখনই হবে যখন মঙ্গল ও পৃথিবী এমন অবস্থানে থাকবে যে, অভিযানে সবচেয়ে কম সময় ও খরচ লাগবে। সেই সময়টাই ২০২৬ সালে পড়ছে। যদি তার মধ্যে স্পেসএক্স অভিযান না করতে পারে, তাহলে আরও কয়েকবছর অপেক্ষা করতে হবে। হিসেব বলছে সেক্ষেত্রে অভিযান করতে অপেক্ষা করতে হবে ২০২৮ সালের শেষ থেকে ২০২৯ সালের শুরুর সময়টা।
আরও পড়ুন:– গ্রামীণ এলাকায় দারিদ্রতার হার নেমেছে ৫ শতাংশের নীচে, এসবিআই-এর রিপোর্ট আর কি কি জানাচ্ছে ?
আরও পড়ুন:– রেজিস্ট্রি করে বিক্রি হয়ে গেল খোদ সরকারি জমি ! মালদার ঘটনায় তোলপাড়
রেলওয়ে আরআরবি গ্রুপ ডি নিয়োগ 202 5: 32,438টি শূন্যপদ, আবেদন করুনhttps://t.co/rgrAaYMhdT
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Clerk নিয়োগ 2025 : বিজ্ঞপ্তি বেরল, এখনই আবেদন করুনhttps://t.co/PIWUVuXIy7
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025