Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আমবাগানের ভেতর মাটির তলা থেকে উদ্ধার চারটি বাঙ্কার। বাঙ্কারের ভিতর থরে থরে সাজানো ৬২,২০০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল। শুক্রবার দুপুর থেকে প্রায় ২৫ ঘণ্টা তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকের খোঁজ পায় বিএসএফ। সেই বাঙ্কার তৈরি করল কে? ফেনসিডিলের মধ্যে অন্য কোনও মাদকদ্রব্য মেশানো হয়েছে? একাধিক প্রশ্নের উত্তর খোঁজা চলছে। রবিবার ঘটনাস্থল পরিদর্শনে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। চারটি বাঙ্কারে ফের তল্লাশি চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ৮টা নাগাদ ঘটনাস্থলে যায় নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) একটি টিম। মাদকের নমুনা সংগ্রহ করেন তাঁরা। জমিটির মাপজোক করে দেখেন তাঁরা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন টিমের সদস্যরা। ফেনসিডিলের মধ্যে অন্য কোনও মাদক মেশানো হয়েছে কি না সেটাও খতিয়ে দেখেন তাঁরা।
আরও পড়ুন:– বাংলাদেশ সীমান্তে মিলল তিনটি লোহার বাঙ্কার ! চমকে গেল বিএসএফ
এখনও পর্যন্ত মোট প্রায় দেড় কোটি টাকার নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লাল্টু মহারাজ নামে এক ব্যক্তির মালিকানাধীন ওই দুই বিঘা জমি। ঘটনার পর থেকেই তাঁর খোঁজ পাওয়া যায়নি। তবে তিনি ওই বাঙ্কার বানিয়েছিলেন না কি তাঁর অগোচরে অন্য কেউ বা কারা ওই বাঙ্কার বানিয়েছ এবং নিষিদ্ধ মাদক মজুত করেছিল, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
প্রাথমিকভাবে বিপুল পরিমাণ মাদকের উৎস খোঁজ করাই তদন্তকারী দলের প্রথম লক্ষ্য বলে জানা গিয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। প্রসঙ্গত, শুক্রবার নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মাজদিয়ার গ্রাম থেকে এই বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার হয়। সেগুলি বাংলাদেশে পাচার করার উদ্দেশেই মজুত করা হয়েছিল বলে মনে করছেন তদন্তকারীরা।