চার্টার্ড বিমানে নাগরিকদের ‘বাড়ি’ পাঠাল আমেরিকা, সুসম্পর্কের ফল; দাবি দিল্লির

By Bangla news dunia Desk

Published on:

modi biden

Bangla News Dunia , দীনেশ :- সময় পেরিয়ে যাওয়ার পরে অবৈধভাবে আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের দেশে পাঠাল বাইডেন সরকার ৷ তাঁদের জন্য বিশেষ চার্টার্ড বিমানের ব্যবস্থা করে আমেরিকার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) ৷ মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা এই ভারতীয় নাগরিকদের জন্য এমন এলাহি বন্দোবস্তের নেপথ্যে রয়েছে ভারত-আমেরিকা সহযোগিতার সম্পর্ক, দাবি উচ্চপদস্থ সরকারি সূত্রের ৷

নির্দিষ্ট মেয়াদ ফুরিয়ে গেলে অন্য কোনও দেশে আরেক দেশের নাগরিকের বসবাস অবৈধ ৷ এই কারণে আমেরিকার ডিএইচএস ও মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্ট্মস এনফোর্সমেন্ট (আইসিই) মেয়াদ উত্তীর্ণ ভারতীয়দের দেশে ফেরাতে উদ্যোগী হয় ৷ একটি বিশাল চার্টার্ড বিমানে ওই ভারতীয়দের দেশে ফেরার বন্দোবস্ত করে এই দুই দফতর ৷

আমেরিকার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি একটি বিবৃতিতে জানিয়েছেন, অবৈধ অভিবাসনের বিষয়ে ভারত সরকার ও অন্য দেশগুলির সঙ্গে আমাদের সহযোগিতার সম্পর্কটি দীর্ঘস্থায়ী ৷ সেই সম্পর্কের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ ৷ আমরা যৌথভাবে মানব পাচারের মোকাবিলায় কাজ করে চলেছি ৷ চলতি সপ্তাহে এই বিমানের ব্যবস্থা করা সেই সম্পর্কটাকেই প্রমাণ করে ৷

আরো পড়ুন:- বেকার ছেলে মেয়ে সবাইকে প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, কিভাবে ই শ্রম কার্ড অনলাইন আবেদন করবেন?

এর জবাবে ভারত সরকারের সূত্র জানিয়েছে, “ভারত-আমেরিকার মধ্যে যে সহযোগিতার সম্পর্ক রয়েছে, তার অংশ হিসেবে দু’পক্ষই অবৈধ অভিবাসন রুখতে কাজ করে চলেছে ৷ এর ফলে ভারত থেকে আরও বেশি পরিমাণে নাগরিক বৈধ উপায়ে আমেরিকায় যাওয়ার সুযোগ পাবেন ৷ সম্প্রতি ভারতীয় নাগরিকদের চার্টার্ড বিমানে দেশে ফেরানো হয়েছে ৷ এটা দু’দেশের মধ্যে সহযোগিতার সম্পর্কের ফলাফল ৷ এভাবে নাগরিকদের দেশে পাঠানোর প্রক্রিয়াটি কয়েক বছর ধরেই চলে আসছে ৷”

আরো পড়ুন:- আয়ের প্রায় 65% দান করতেন তিনি, রতন টাটার জীবনের আরও অজানা তথ্য মুগ্ধ করবে আপনাকে

হোমল্যান্ড সিকিউরিটি তাদের বিবৃতিতে আরও জানায়, যাঁরা আমেরিকায় অবৈধভাবে প্রবেশ করবেন,তাঁদের জন্য অভিবাসন আইন অনুযায়ী পদক্ষেপ করবে ডিএইচএস ৷ আইন না মেনে আমেরিকায় থাকলে তাঁদের দ্রুত দেশে ফেরানো হবে ৷ 2024 সালের জুন মাস থেকে দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্ত-সহ প্রবেশের অন্য পথগুলিতে এনকাউন্টার করা হচ্ছে ৷ তাতে অবৈধ উপায়ে অভিবাসনের হার 55 শতাংশ কমেছে ৷ এটা উল্লেখযোগ্য যে, 2024 সালের জুন মাস থেকে ডিএইচএস 1 লক্ষ 60 হাজার মানুষকে হয় তাঁদের দেশে ফেরত পাঠিয়েছে নয় আমেরিকা থেকে বিতাড়িত করেছে ৷ 145টি দেশের নাগরিকদের জন্য 495টিরও বেশি আন্তর্জাতিক বিমানের ব্যবস্থা করা হয়েছে ৷ এর মধ্যে অন্যতম দেশ ভারত ৷

হোমল্যান্ড সিকিউরিটির এক উচ্চপদস্থ আধিকারিকের কথায়, “যে সব ভারতীয় নাগরিক অবৈধভাবে আমেরিকায় রয়েছেন, তাঁদের দ্রুত ফেরত পাঠানো হবে ৷ হোমল্যান্ড সিকিউরিটি দফতর দেশের আইন অনুযায়ী পদক্ষেপ করছে ৷”

#End

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

Bangla news dunia Desk

মন্তব্য করুন