চার ওভারেই খেল খতম, ছোটোদের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ়কে ওড়াল ভারত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এ যেন এলাম, দেখলাম আর জয় করলাম। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের মেয়েদের প্রথম ম্যাচের ফল দেখে এমনই বলতে হয়। বিশ্বকাপের প্রথম ম্যাচটা ভারত ৯ উইকেটে জিতল ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে।

১৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে মেয়েদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ, এ বারের আয়োজক মালয়েশিয়া। দ্বিতীয় দিনে ম্যাচ ছিল ভারতের। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ়। সেই ম্যাচে কার্যত দাঁড়াতেই পারল না ক্যারিবিয়ানরা।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ়। তারা নির্ধারিত ২০ ওভার ব্যাট করতে পারেনি। মাত্র ১৩.২ ওভারে তারা ১০ উইকেট হারিয়ে মাত্র ৪৪ রানে গুটিয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে সবচেয়ে বেশি রান করেন কণিকা কাসার (১৫)। দ্বিতীয় সর্বাধিক রান করেন আসাবি কালান্ডার (১২)।

আরও পড়ুন:– প্রয়োজন আরও ১২ কোটির, মেয়েকে সারাবে ১৬ কোটির ইঞ্জেকশন, ঘুম নেই পরিবারের

বল হাতে তিনটে উইকেট নেন পারুনিকা সিসোদিয়া। দুটি করে উইকেট নেন যোশিতা ভিজে ও আয়ুশি শুক্লা। বাকি দুটো রান আউট হয়।

মাত্র ৪৪ রান তাড়া করা ভারতের মেয়েদের কাছে ছিল জল ভাত। তবে সেই রানটাও করতে হারাতে হলো এক উইকেট। গঙ্গাডি তৃষা মাত্র ৪ রান করে আউট হন। এর পর জি কমলিনি (১৬) ও সানিকা ছালকে (১৮) ক্রিজে টিকে থেকে দলকে জিতিয়ে ফেরেন। মাত্র ৪.২ ওভারে ৪৭ রান করে ভারত।

১৯ তারিখ প্রথম ম্যাচটা খেলে শ্রীলঙ্কা। প্রতিপক্ষ মালয়েশিয়া। যেটা শ্রীলঙ্কা ১৩৯ রানের বিশাল ব্যবধানে জিতে যায়। এরপর ভারত জিতল। ভারতের পরের ম্যাচ ২০ জানুয়ারি সোমবার আমেরিকার বিরুদ্ধে।

আরও পড়ুন:– পাইলটরা দাড়ি রাখতে পারেননা, কারণটা যেমন চমকপ্রদ, তেমনই যুক্তিসঙ্গত

আরও পড়ুন:– হতাশার মধ্যেও আশার আলো দেখিয়েছে, ট্রেডিং করলে এ সপ্তাহে নজর রাখুন এই তিন স্টকে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন