চিকেনে অরুচি? বঙ্গে বিক্রি বাড়ছে খরগোশ, হাঁস, কোয়েলের মাংসের

By Bangla News Dunia Rajib

Published on:

sfbsf

Bangla News Dunia , Rajib : কথায় বলে—আপ রুচি খানা, পর রুচি পরনা। বাঙালির খাদ্য তালিকায় পাকাপাকি জায়গা করে নিয়েছে চিকেন। গোটা রাজ্যেই মুরগির মাংসের জনপ্রিয়তা তুঙ্গে। তা সত্ত্বেও বাজারে এখন দেদার বিকোচ্ছে খরগোশ, টার্কি, হাঁস ও কোয়েলের মাংস। তা দেখে অনেকের মনেই প্রশ্ন জাগছে, তবে কি চিকেনের প্রতি ক্রমে অরুচি জন্মাচ্ছে বাঙালির। নাকি নিছকই স্বাদ বদলের জন্যে বিকল্পের সন্ধান?

রাজ্য প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের অধীন ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ডেভলপমেন্ট কর্পোরেশনের অধিকর্তা উৎপলকুমার কর্মকার জানাচ্ছেন, ইদানীং খরগোশ, টার্কি, হাঁস ও কোয়েল পাখির মাংস ভালোই বিক্রি হচ্ছে। বনরাজা, ককরিলের মতো ভিন্ন প্রজাতির মুরগির মাংসের বিক্রিও বাড়ছে। যাঁরা এ–সব কিনে নিয়ে যাচ্ছেন তাঁদের বড় অংশই অল্পবয়সী। চাহিদা মেটাতে নদিয়ার কল্যাণীতে খরগোশ চাষ করছে রাজ্য সরকার। টালিগঞ্জে সরকারি ফার্মে টার্কি চাষ হচ্ছে। সরকারি খামারে হাঁসের চাষও হচ্ছে। সেই মাংস বিক্রি হয় হরিনঘাটা মিটের স্টলে।

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন