Bangla News Dunia, দীনেশ : বছর পড়তেই শুরু হল চিটফান্ডের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া (Chit Fund Refund). একটা সময় ছিল যখন প্রচুর মানুষ চিটফান্ডে নিজেদের কষ্ট করে উপার্জিত টাকা রেখেছিলেন। কিন্তু পরে জানা যায় সেই টাকা ফেরত পাওয়ার আশা ক্ষীণ। এই দেশের দরিদ্র সাধারণ মানুষের তখন কপালে ভাঁজ। তবে এবার চিটফান্ডের টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে। বেশ কিছু চিটফান্ড নাগরিকদের টাকা ফেরত দিচ্ছে।
Chit Fund Refund Process
তাহলে জেনে নিন, এবার চিটফান্ডের টাকা ফেরত দেওয়া নিয়ে সুখবর শুনতে চলেছে। এই দেশের প্রত্যেক ব্যক্তি নিজেদের কষ্ট করে উপার্জিত টাকা একটু একটু করে সঞ্চয় করে থাকেন। আর সেই টাকা কেউ জমা রাখেন ব্যাংকে তো কেউ পোস্ট অফিস। ঠিক তেমন ভাবেই বেশি সুদের আশায় কেউ কেউ টাকা জমা রেখেছিলেন চিটফান্ডে। দরিদ্র সাধারণ মানুষ যখন আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন ঠিক তখনই জানা যাচ্ছে এবার টাকা রিফান্ড করা শুরু হয়েছে। তাই কিভাবে আপনি টাকা ফেরত পাবেন, আজকের প্রতিবেদন থেকে জেনে নিন।
আরো পড়ুন :- সপ্তাহ জুড়ে শুধুই ধস, হুড়মুড়িয়ে দাম কমেছে ১৭৬ স্মল ক্যাপ স্টকের, এই অবস্থায় লগ্নিকারীরা কি করবেন জেনে নিন
কোন কোন সংস্থা টাকা ফেরত দেবে
আপনি যদি নিম্নলিখিত এই সকল কোম্পানিতে টাকা রেখে থাকেন তাহলে খুব তা ফেরত পাবেন। কারণ সম্প্রতি কোর্ট থেকে সকল সংস্থাকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে যে সংস্থা গুলি টাকা ফেরত দেবে সেগুলি হল-
১) Rose Valley ২) Alchemist group of companies ৩) Vibgyor group of companies
৪) Mps group of companies ৫) Pailan group of companies ৬) Waris finance international group of companies
আধার কার্ড থাকলেই পাবেন 50,000 টাকা। নতুন উদ্যোগ সরকারের। টাকা পেতে হলে কী করতে হবে?
টাকা পেতে প্রয়োজনীয় ডকুমেন্ট
মনে রাখবেন, চিটফান্ডের টাকা ফেরত দেওয়ার জন্য আপনাকে কিছু ডকুমেন্ট রাখতে হবে। আর সেগুলি হল- ১) ভোটার কার্ড, ২) আপনার আধার কার্ড, ৩) আপনার ব্যাঙ্কের পাস বই, ৪) চিটফান্ড সার্টিফিকেট, আর ৫) চিটফান্ডের রিসিভ কপি।
আবেদনকারী কত টাকা ফেরত পাবেন?
সম্প্রতি কোর্ট থেকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে যে, কোনো একজন ব্যক্তি চিটফান্ডে যত টাকা রেখেছিলেন অর্থাৎ সেই ব্যক্তি আসল টাকা ফেরচ পাবেন। এর সঙ্গে কোনও সুদ পাওয়া যাবে না।
আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত
কীভাবে ফেরত পাবেন
আসুন দেখে নেওয়া যাক এবার টাকা ফেরত পাওয়ার প্রসেস। টাকা ফেরত পাওয়ার জন্য আপনাকে প্রথমে অনলাইনে আবেদন সাবমিট করতে হবে। আপনি যে সংস্থায় টাকা রেখেছিলেন আপনাকে তাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে আর তারপর আপনার নাম ও সকল প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। আপনি সেখানে ফর্ম পাবেন সেই ফর্ম আপনাকে ফিলআপ করতে হবে।সেখানে আপনি দেখতে পাবেন ইতিমধ্যে কিছু ব্যক্তির প্রথম তালিকায় নাম রয়েছে। আপনার নাম যদি না থাকে তিহলেও চিন্তা নেই। কারণ এর পরে দ্বিতীয় তালিকা প্রকাশ পাবে সেখানে থাকতে পারে আপনার নাম।
আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025