‘চিনের পরিস্থিতি অস্বাভাবিক নয়’, নতুন ভাইরাসের আতঙ্কের মাঝেই আশ্বাস স্বাস্থ্য মন্ত্রকের

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ : চিনে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি-র (HMPV) সংক্রমণ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে সারা বিশ্বে। তবে এই ভাইরাস নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। সকলকে আশ্বস্ত করে একটি বিবৃতিতে এমনটাই জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry)। ‘চিনের পরিস্থিতি অস্বাভাবিক নয়’ বলেও জানানো হয়েছে বিবৃতিতে। তাছাড়া এই শ্বাসযন্ত্রের সংক্রমণ মোকবিলার জন্য প্রস্তুত রয়েছে ভারত।

আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….

এইচএমপিভি-র সংক্রমণ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে চিনেও (China)। বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা গিয়েছে সেখানকার হাসপাতালগুলিতে উপচে পড়ছে ভিড়। যা কোভিড-১৯ অতিমারির স্মৃতি নতুন করে উসকে দিয়েছে। আর কোভিডের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ভারত। যার ফলে স্বাভাবিকভাবেই চিনে নতুন ভাইরাসের আবির্ভাবে ভারতে ফের উদ্বেগ বেড়েছে। তবে পরিস্থিতি মূল্যায়নের জন্য স্বাস্থ্য মন্ত্রকের যৌথ পর্যবেক্ষক গোষ্ঠী বৈঠকে বসেছিল শনিবার। সেই বৈঠকের পরই বিবৃতি জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে।

আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও

বিবৃতিতে বলা হয়েছে, ‘চিনের পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে তথ্য দিচ্ছে, তার উপর নজর রাখা হচ্ছে। এর ঝুঁকি নিয়ে সচেতন থাকছে অন্যান্য আন্তর্জাতিক সংগঠনও।’ আরও বলা হয়েছে, ‘সমস্ত মাধ্যমে পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্রীয় সরকার। চিনের পরিস্থিতি নিয়ে সময়মতো তথ্য দেওয়ার জন্য হু-কেও অনুরোধ করা হয়েছে।’

তাছাড়া কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে দেশে শ্বাসযন্ত্রে সংক্রমণ বা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা বৃদ্ধি পায়নি। এমনকি এইচএমপিভি-র মতো ভাইরাসের অস্তিত্ব দেশে ইতিমধ্যেই রয়েছে। আর বর্তমানে দেশে স্বাস্থ্য পরিষেবার যা পরিকাঠামো, তাতে এই সংক্রমণের মোকাবিলায় কোনও সমস্যা নেই। তাই এই পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার এবং স্বাস্থ্যবিধি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কোনও উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ও পরিচ্ছন্নতা বজায় রাখার অনুরোধও করেছে স্বাস্থ্য মন্ত্রক। এদিকে চিনের তরফেও এটিকে ‘শীতকালীন সংক্রমণ’ বলেই উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া

 

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন