চিনের ‘সিল্ক রুটে’র পাল্টা মোদীর হাতিয়ার ‘কটন রুট’ !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , Pallab : ভারতের প্রাচীন বাণিজ্য পথ গুলি নিয়ে নতুন ভাবে ভাবনার শুরু হয়েছিল ২০১৫ সালে, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বৈদেশিক বাণিজ্যের সম্ভাবনা বাড়ানোর লক্ষ্যে একটি বিশেষ উদ্যোগ নেন। এই উদ্যোগে তিনি নির্দেশ দেন, প্রাচীন ভারতীয় বাণিজ্য পথ গুলি পুনরুজ্জীবনের সম্ভাবনা খতিয়ে দেখতে। এর পর থেকেই দিল্লি ‘কটন রুট’ পুনরুজ্জীবনের প্রকল্প নিয়ে কার্যত জোরালো পরিকল্পনা শুরু করে।

আরো পড়ুন:- চাপে পড়ে নতিস্বীকার, সব ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক ইউনূসের, জানতে পড়ুন বিস্তারিত

কটন রুট, যা এক সময় ভারতের সঙ্গে ভূমধ্যসাগরের দেশগুলির বাণিজ্যিক যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল, সেই পথ নতুন ভাবে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার প্রয়াস নিয়েছে ভারত। এই রুট প্রাচীন ভারতের বস্ত্র ও তুলার বৈশ্বিক জনপ্রিয়তার সাক্ষী।

সিল্ক রুটের মতোই কটন রুট ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ, যা ভারতকে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের সঙ্গে সংযুক্ত করেছিল। ভারতীয় তুলা, যা তখন বিশ্ববাজারে উচ্চমানের প্রতীক ছিল, ভূমধ্যসাগরের বাণিজ্যে বিশেষ ভূমিকা পালন করত।  #Short News 

আরো পড়ুন:- ব্রেন তীক্ষ্ণ রাখতে চান? এই ব্যায়ামগুলিতে স্মৃতিশক্তি প্রখর থাকবে- বুদ্ধি বাড়বে মস্তিষ্কের

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন