Bangla News Dunia, দীনেশ :- মায়ানমার মিলিটারির ওয়েস্টার্ন কমান্ডের দখল নিল আরাকান সেনা। এক প্রেস বিবৃতিতে এমনটাই দাবি করেছেন আরাকান সেনার এক মুখপাত্র। তিনি জানিয়েছেন, মায়ানমারের রাখাইন প্রদেশে পুরো ওয়েস্টার্ন মিলিটারির সদর দপ্তর তাদের দখলে চলে গিয়েছে। পালিয়ে গেছে মিলিটারি কাউন্সিলের জওয়ানরা। গ্রেপ্তার হয়েছেন ডেপুটি রিজিওনাল কমান্ডার জেনারেল থাউং তুন এবং জেনারেল কেয়ো। পলাতক সেনা জওয়ানদের ধরতে তল্লাশি চালিয়ে যাচ্ছেন আরাকান সেনারা।
বুধবার রাত থেকেই রাখাইন প্রদেশের ওয়েস্টার্ন মিলিটারির সদর দপ্তর দখলের প্রচেষ্টা চালাচ্ছে আরাকান সেনা। মিলিটারি কাউন্সিলের জওয়ানদের লক্ষ্য করে গোলাবর্ষন শুরু করে আরাকান সেনা।
আরো পড়ুন :- কল্যাণী AIIMS কর্মী নিয়োগ হচ্ছে, মাসিক বেতন ৩০ হাজার টাকা
আরাকান সেনার তরফে জানানো হয়েছে, শুক্রবার বেলা ১২ টার মধ্যে রাখাইন প্রদেশে অবস্থিত পুরো ওয়েস্টার্ন রিজিয়ন মিলিটারি হেডকোয়ার্টার তাদের দখলে চলে এসেছে। এলাকাটি বাংলাদেশের সীমান্তের একেবারেই কাছে অবস্থিত। ফলে দুশ্চিন্তা বেড়েছে বাংলাদেশের। সেই বিস্ফোরণের শব্দ শোনা যায় বাংলাদেশের কক্সবাজারের টেকনাফের বিভিন্ন প্রান্ত থেকে। বাংলাদেশের একাধিক রিপোর্ট অনুযায়ী, বিষয়টি নিয়ে টেকনাফ প্রশাসনের তরফে জানানো হয়েছে যে মাঝখানে লাগাতার বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। সেই পরিস্থিতিতে নতুন করে স্থানীয় বাসিন্দাদের মনে উদ্বেগ তৈরি হয়েছে। আতঙ্কে রাত কাটছে বলে দাবি করা হয় টেকনাফ প্রশাসনের তরফে।
আরো পড়ুন :- মহাকাশে সামরিক ঘাঁটি গড়বে ভারত, শূন্যে টহল দেবে সেনা
এদিকে আরাকান সেনা বাংলাদেশ লাগোয়া মায়ানমারে একের পর এক সেনা ঘাঁটি দখল নেওয়ায় ঘটনায় বাংলাদেশ-মায়ানমার সীমান্তে আরও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। টেকনাফ প্রশাসনের তরফে জানানো হয়েছে, সীমান্তে বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনী এবং বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) নজরদারি বাড়ানো হয়েছে। স্থলপথে নজরদারি চলছে। নজরদারি চালানো হচ্ছে জলপথেও। সেই সঙ্গে মায়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ রুখতে কড়া নজরদারি চালাচ্ছে বাংলাদেশ সরকার।
আরো পড়ুন :- মেয়েদের ‘ফুলের মতো’ বললেন খামেনেই ! হিজাব বিতর্কের মাঝে অন্য ছবি ইরানে?