Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতের সঙ্গে আওয়ামি লিগের আমলে হওয়া চুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে বাংলাদেশে। ঢাকার অভিযোগ, চুক্তি না মেনেই কাজ করেছে ভারত। যদিও এই অভিযোগকে উড়িয়ে দিয়েছিল দিল্লি। ভারত চুক্তির নিয়ম মেনেই কাজ করছে বলে জানিয়েছিল বিদেশ মন্ত্রক। এ বার ভারতের সেই দাবি মেনে নিল বাংলাদেশ। ভারতের সঙ্গে হওয়া চুক্তিগুলি সঠিক বলে জানিয়েছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রফিকুল আলম।
বিএনপি-সহ বিভিন্ন রাজনৈতিক দলের দাবি, বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতের সঙ্গে একাধিক চুক্তি করেছিল আওয়ামি লিগের সরকার। শেখ হাসিনার সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে আওয়ামি লিগের আমলে অসম চুক্তি-সহ অনেক গোপন চুক্তি হয় বলেও অভিযোগ তাদের।
সীমান্ত নিয়ে বিবাদের জেরে, হাসিনার আমলের অসম চুক্তি বাতিল করার হুঁশিয়ারিও দিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরী। সবই চুক্তি প্রকাশ করার এবং দেশের স্বার্থবিরোধী চুক্তিগুলি বাতিলের দাবিও জানায় তারা।
আরও পড়ুন:– ফিক্সড ডিপোজিট করবেন? ব্যাংকের এই নতুন নিয়ম জানুন! এইভাবে দ্বিগুণ রিটার্ন পাবেন
ভারতের সঙ্গে তাদের কোনও গোপন চুক্তি হয়েছে কি না, তা তাঁর জানা নেই বলে জানিয়েছেন বিদেশ দপ্তরের মুখপাত্র। বৃহস্পতিবার বিকালে তিনি জানান, ঢাকা এবং দিল্লির মধ্যে যে সব চুক্তি হয়েছে সেগুলি ভারতের বিদেশ মন্ত্রকের ওয়েবসাইটে দেওয়া আছে। সেখানেই সব চুক্তি প্রকাশ করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন রফিকুল।
তবে, তাঁদের ওয়েবসাইটে পৃথিবীর কোনও দেশের সঙ্গে বাংলাদেশের করা চুক্তি দেওয়া নেই। সেখানে এই চুক্তিগুলি না দেওয়া’ আমলাতান্ত্রিক অদক্ষতা’ বলেও মন্তব্য করেন তিনি।
সম্প্রতি দুই দেশের সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে উত্তেজনা দেখা দেয়। বাংলাদেশ দাবি করে, চুক্তি ভঙ্গ করেই কাজ করছে ভারত। যদিও বাংলাদেশের এই দাবিকে উড়িয়ে দেয় দিল্লি। দুই দেশের মধ্যে যে চুক্তি হয়েছে সেগুলি ভারতের বিদেশমন্ত্রকের ওয়েবসাইটে গিয়ে তিনি দেখেছেন বলেও জানান রফিকুল।
তিনি বলেন, ‘আমি নিজে ভারতের ওয়েবসাইটে যতগুলো চুক্তি দেখেছি, সেখানে দু’পক্ষের সই রয়েছে। তা থেকে ধরে নিতে পারি এই চুক্তিগুলো সঠিক।’ বিদেশমন্ত্রক চাইলে এই চুক্তিগুলি পুনর্বিবেচনা করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন:– সংঘর্ষে নিহত ১২ মাওবাদী সদস্য, ফের বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর
আরও পড়ুন:– পুলিশকে গুলি করে উধাও, খুঁজে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার, কে এই ‘ওয়ান্টেড’ সাজ্জাক?