চুপচাপ বন্ধ ক্ষতিপূরণ, এই ট্রেনে দেরি হলে আর টাকা দেবে না IRCTC

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

indian-train

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- চুপচাপ বড় পদক্ষেপ IRCTC-এর। বিশেষ একটি ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়ার বন্ধ করে দিয়েছে এই সংস্থা। যদিও এই ঘোষণা বিশেষ কোথাও করা হয়নি। সংবাদসংস্থা পিটিআই-এর তরফে করা একটি RTI-এর উত্তরে ক্ষতিপূরণের প্রসঙ্গের বিষয়টি জানিয়েছে IRCTC। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রাইভেট ট্রেনে দেরি বা বাতিলের জন্য যে ক্ষতিপূরণ দেওয়া হতো, তা বন্ধ করে দেওয়া হয়েছে।

রেল মন্ত্রকই তৈরি করেছিল IRCTC। রেলের কেটারিং, ট্যুরিজ়ম এবং টিকিট পরিষেবা দেওয়ার জন্য তৈরি হয়েছিল এই সংস্থা। এছাড়াও প্রাইভেট ট্রেনগুলির পরিচালনাও করত এই সংস্থা।

আরো পড়ুন:– কলকাতার বসু বিজ্ঞান মন্দিরে অনন্য গবেষণা, বিশ্বকে তাক লাগিয়ে দিলেন বাঙালি বিজ্ঞানীরা

এই সংস্থার তরফে প্রাইভেট ট্রেনে দেরি হলে ক্ষতিপূরণ দেওয়া হতো। আরটিআই-এর তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ৪ অক্টোবর থেকে ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ক্ষতিপূরণ হিসেবে ২৬ লক্ষ টাকা দিয়েছে IRCTC। এই প্রকল্প এখন বন্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে শুধুমাত্র ২০২৩-২৪ সালেই ১৫.৬৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে। ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি এই প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও বন্ধ করে দেওয়ার কোনও নির্দিষ্ট কারণ জানায়নি IRCTC।

IRCTC ২টি তেজস ট্রেন পরিচালনা করে। একটি নয়া দিল্লি থেকে লখনউ চলে। অন্যটি আহমেদাবাদ থেকে মুম্বই যায়। প্রথমদিকে মার্কেটিং স্ট্র্যাটিজি হিসেবে শুরু হয়েছিল ক্ষতিপূরণ দেওয়ার এই নিয়ম।

কী ভাবে দেওয়া হতো ক্ষতিপূরণ?

৬০ মিনিট থেকে ১২০ মিনিট পর্যন্ত দেরি হলে ১০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হতো। ১২০ মিনিট থেকে ২৪০ মিনিট দেরি হলে ২৫০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হতো। ট্রেন বাতিল হলে পুরো ভাড়া ফিরিয়ে দেওয়া হতো। ট্রেনে দেরি হলে খাবার ও জলও IRCTC-এর তরফে দেওয়া হতো।

আরো পড়ুন:– ভারতীয় অর্থনীতি, ব্যবসা, শিল্পোদ্যোগের জন্য কেমন ছিল 2024 ? বিস্তারিত জানুন

আরো পড়ুন:– পৃথিবী গোলাকার নয়, প্রমাণ করতে গিয়ে ৩১ লক্ষ টাকা খোয়ালেন ইউটিউবার, কিভাবে ? জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন