চুরি করতে এসে চুমু দিয়ে পালাল চোর ! মুম্বইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ : রাতের অন্ধকারে এক বাড়িতে চুরি করতে ঢোকে চোর। সেই সময় বাড়িতে একাই ছিলেন বাড়ির মালকিন। ঘরে ঢুকেই তাঁর মুখ বেঁধে ফেলে সেই চোর। এরপর ওই মহিলার কাছে গয়না, টাকা, মোবাইল ফোন এবং এটিএম কার্ড দাবি করলে তিনি জানান এসব কিছুই নেই তাঁর কাছে। অবশেষে রণেভঙ্গ দিয়ে সেখান থেকে পালিয়ে যায় ওই চোর। তবে যাওয়ার আগে একটি চুম্বন করে যায় সেই মহিলাকে। ঘটনাটির ঘটেছে মুম্বইয়ের মালাডে। এই বিষয়ে পরদিন সকালে পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন করেন ওই মহিলা।

আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….

আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩ জানুয়ারি রাতে ঘটনাটি ঘটে। ঘটনার তদন্তে নেমে পুলিশ আরও জানতে পারে যে, অভিযুক্ত যুবক ওই মহিলারই এক প্রতিবেশী। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। জানা গিয়েছে, নিজের পরিবারের সঙ্গেই থাকে এই কর্মহীন যুবক। পুর্বের কোনও অপরাধের রেকর্ড নেই তাঁর। যুবকটির বিরুদ্ধে যৌন হেনস্থা এবং ডাকাতির চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তবে চুরির উদ্দেশ্যেই সে এসেছিল নাকি অন্য কোনও মতলব ছিল তাঁর? সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন