চুরি করতে এসে মদ খেয়ে ঘুম ! সকাল হতেই পুলিশের হাতে ঘুমন্ত চোর  

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- তেলঙ্গানার(Telangana) মেডক জেলায় ‘কনকদুর্গা ওয়াইনস’ নামের একটি মদের দোকানে চুরি করার মতলব এঁটেছিল এক চোর। সেইমত গভীর রাতে সকলের নজর এড়িয়ে বন্ধ দোকানের সিলিং খুলে ভেতরে ঢূকেও পড়ে সে। পাকা খিলাড়ির মত দোকানে ঢুকেই অকেজো করে দেয় সব সিসিটিভি ক্যামেরাগুলি। তারপর ক্যাশবাক্স খুলে সঙ্গে থাকা গামছায় বেঁধে নেয় ক্যাশবাক্স থেকে হাতানো টাকা। এই পর্যন্ত সব প্ল্যান মাফিকই চলছিল, কিন্তু!

আরো পড়ুন :- ২০২৪ সালে ভারতীয়রা গুগলে সবচেয়ে বেশি কী সার্চ করলেন ? একনজরে দেখে নিন তালিকা

লুটের সামগ্রী নিয়ে কেটে পড়ার ঠিক আগে হঠাৎ তাঁর নজর যায় দোকানের চারিদিকে সাজিয়ে রাখা মদের বোতলের দিকে,ব্যাস! দোকানের মধ্যেই মদের বোতল খুলে খেতে শুরু করে চোর বাবাজী। ১ বোতল ২ বোতল করতে করতে বোতলের হিসাব যায় গুলিয়ে। পালানোর কথাও বেমালুম ভুলে গিয়েছে তখন সে। এরপর আর কি, নেশার ঘোরে দোকানের ভেতরেই ঘুমিয়ে পড়ে সে।

আরো পড়ুন :- মাত্র 3,530 টাকা ঢেলে 33 কোটি রিটার্ন ! 6 মাসে কোটিপতি বিনিয়োগকারীরা, জানুন সেই মাল্টিব্যাগার শেয়ার সম্পর্কে

সকাল হয়, দোকানের মালিক এসে দোকান খোলেন। দোকান খুলতেই তাঁর নজরে পড়ে এক ব্যাক্তি নাক ডেকে ঘুমোচ্ছে আর তাঁর পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খালি মদের বোতল। তাঁর ঠিক পাশেই পড়ে রয়েছে গামছায় বেঁধে রাখা তাড়া তাড়া নোট এবং খুচরো। এদিকে দোকানের সিলিং খোলা, ক্যাশবাক্স থেকেও উধাও টাকা! একে একে দুই করে চুরির ব্যাপারটি বুঝতে অসুবিধা হয়নি তাঁর। এরপরেই পুলিশে খবর দেওয়া হলে,পুলিশ এসে চোরটিকে তুলে হাসপাতালে নিয়ে যায়। যদিও তখনও মদের নেশায় বেহুঁশ হয়ে রয়েছে সে। এই ঘটনায় একটি চুরির মামলা দায়ের করেছে পুলিশ। এই চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা সেই ব্যাপারটিও খতিয়ে দেখা হচ্ছে।

আরো পড়ুন :- ‘এবার ঘুরে দাঁড়ানোর পালা’- কার উদ্দেশ্যে বার্তা সলমন খানের ?

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন