চ্যাম্পিয়নস ট্রফির আগেই বড়সড় সিদ্ধান্ত নিয়ে বসলেন রোহিত শর্মা !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : চ্যাম্পিয়নস ট্রফির (ICC Champions Trophy) আগেই বড়সড় সিদ্ধান্ত নিলেন ভারতীয় মহাতারকা রোহিত শর্মা ও তরুণ ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল। সূত্রের খবর, চলতি রঞ্জি ট্রফিতে জম্মু ও কাশ্মীরের ম্যাচের পর মুম্বইয়ের পরবর্তী ম্যাচ রয়েছে 30 জানুয়ারি মেঘালয়ের বিরুদ্ধে। শোনা যাচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে এবার মুম্বইয়ের পরবর্তী ম্যাচগুলি থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন দুই ভারতীয় তারকা।

10 বছর পর রঞ্জি খেলতে নেমেও বিশেষ জায়গা করতে পারেননি রোহিত!

আন্তর্জাতিক ম্যাচগুলিকে সামনে রেখে দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেট থেকে দূরত্ব বজায় রেখেছিলেন ভারতীয় তারকা রোহিত শর্মা। যার ফলে, রঞ্জি ট্রফি টুর্নামেন্টে মুম্বইয়ের হয়ে দীর্ঘ এক দশক মাঠে নামা হয়নি তাঁর। তবে রোহিতকে নিয়ে ভক্তদের সেই অপেক্ষা শেষ হয়েছে চলতি টুর্নামেন্টে। দীর্ঘ 10 বছর ঘরোয়া টুর্নামেন্ট থেকে বাইরে থাকার পর অবশেষ 23 জানুয়ারি জম্মু ও কাশ্মীরের ম্যাচে দেখা মিলেছিল তাঁর।

আরও পড়ুন:– চিনকে চাপে ফেলে ইন্দোনেশিয়ার সঙ্গে সখ্য বাড়ানোর পথে ভারত! জানুন বিস্তারিত

তবে দীর্ঘদিন পর ভারতীয় তারকা মাঠে ফিরলেও জয়ে ফেরেনি দল। বরং ব্যাট হাতে প্রথম ইনিংসে মাত্র 3 রান পেয়েছিলেন শর্মা। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থতার পরিধি খুব একটা কমেনি। এই ইনিংসে 28 রান এসেছিল রোহিতের ব্যাট থেকে। গোটা ম্যাচ মিলিয়ে সর্বসাকুল্যে দলের জন্য 31 রানের অবদান রাখেন রোহিত। যা খুব একটা প্রশংসার জায়গা করেনি।

কাজে আসেনি যশস্বীর ইনিংস

রোহিতের পাশাপাশি জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে ব্যর্থ হয়েছেন ভারতীয় তরুণ যশস্বী জয়সওয়াল। ম্যাচের প্রথম ইনিংসে শত্রু শিবিরের বোলিং দাপটের সামনে মাথা নুইয়ে মাত্র 4 রানে মাঠ ছেড়েছিলেন ভারতের এই তরুণ প্রতিভা। আশা ছিল, হয়তো পরবর্তী ইনিংসে নিজেকে মেলে ধরতে পারবেন তিনি। তবে সেই সম্ভাবনাতেও জল ঢালে জম্মু ও কাশ্মীর বোলাররা। দ্বিতীয় ইনিংসে রোহিতের মতোই হেলায় উইকেট হারায় জয়সওয়াল। দ্বিতীয় ইনিংসে তাঁর বাট থেকে মাত্র 26 রান পেয়েছিল মুম্বই।

মুম্বইয়ের পরবর্তী রঞ্জি ম্যাচগুলিতে থাকছেন না রোহিত-যশস্বী?

শেষ ম্যাচের ব্যর্থতার কারণে নয়, বরং আসন্ন ইংল্যান্ড ওডিআই সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফিকে পাখির চোখ করেই নিজস্ব অস্ত্রে শান দিচ্ছেন রোহিত শর্মারা। মূলত সেই কারণকে সামনে রেখেই এবার রঞ্জির ঘরোয়া ম্যাচগুলি থেকে আপাতত সরে দাঁড়ানোর সিদ্ধান্ত রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। সূত্র বলছে, আসন্ন দুই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের প্রস্তুতিতে যাতে কোনও রকম ঘাটতি না হয়, সেই কারণেই মুম্বইয়ের হয়ে আসন্ন ম্যাচগুলিতে মাঠে না নামার সিদ্ধান্তে এসেছেন দুজনেই।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন