Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আগামী বছর পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 নিয়ে দ্বন্দ্বের ক্লাইম্যাক্স শেষ হতে চলেছে বলে মনে হচ্ছে। টুর্নামেন্টের সূচি এখনও প্রকাশ করা হয়নি। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এ বিষয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু আবারও তা স্থগিত করা হয়েছে। এখন ৭ ডিসেম্বর এই বৈঠক অনুষ্ঠিত হবে।
তবে এরই মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি নিয়ে বেরিয়ে এসেছে বড় খবর। ক্রিকবাজের মতে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখন হাইব্রিড মডেলে সম্মত হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতীয় দল এখন অন্য কোনও দেশে তাদের ম্যাচ খেলতে পারে।
আরো পড়ুন:- চাপে পড়ে নতিস্বীকার, সব ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক ইউনূসের, জানতে পড়ুন বিস্তারিত
আরো পড়ুন:- ব্রেন তীক্ষ্ণ রাখতে চান? এই ব্যায়ামগুলিতে স্মৃতিশক্তি প্রখর থাকবে- বুদ্ধি বাড়বে মস্তিষ্কের
১৫ ম্যাচের মধ্যে ৫টি হবে পাকিস্তানের বাইরে
প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে ফাইনাল সহ ভারতীয় দলের সমস্ত ম্যাচের খেলা ফেলার পরিকল্পনা তৈরি করেছে আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনাল সহ মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
এর মধ্যে ফাইনাল ম্যাচ, উভয় নকআউট ম্যাচ এবং ভারতীয় দলের গ্রুপ পর্বের সব ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত করার পরিকল্পনা করা হয়েছে। এখন শুধু শিডিউল সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা বাকি। বৃহস্পতিবার কয়েক মিনিটের বৈঠক হয়।
আইসিসির গুরুত্বপূর্ণ বৈঠকটি ৫ ডিসেম্বরে অল্প সময়ের জন্য হয়েছিল। বৈঠকে কয়েক মিনিটের মধ্যে টুর্নামেন্ট নিয়ে আলোচনা হয়। এই সময়ে আইসিসি সদস্যরা মনে করেন যে টুর্নামেন্টের সময়সূচী ক্রমাগত স্থগিত হচ্ছে। বিষয়টি আর এগোচ্ছে না। এমন পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) শেষ সতর্কবার্তা দিলেন তিনি।
আইসিসি স্পষ্ট ভাষায় বলেছে, হাইব্রিড মডেল মেনে নেওয়া ছাড়া পাকিস্তানের কোনও বিকল্প নেই। তার মানে পিসিবির কাছে একটাই অপশন বাকি ছিল, সেটা হল হাইব্রিড মডেল। যদিও পিসিবি তাতে রাজি হয়েছে। এমতাবস্থায় আগামী ৭ ডিসেম্বর আনুষ্ঠানিক বৈঠক হবে, এরপর খেলার মূল সূচী ও অন্যান্য বিষয় ঘোষণা করা হবে।
আরো পড়ুন:- চুপিসারে সরকারি কর্মীদের ডিএ বাড়াল সরকার। ৯ লাখ সরকারি কর্মীর অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে নোট