ছত্তিশগড়ের পর উত্তরপ্রদেশ ! বাড়ির সামনের টোটো চার্জিং পয়েন্টে মিলল সাংবাদিকের ঝুলন্ত দেহ

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ : ছত্তিশগড়ের পর এবার উত্তরপ্রদেশ, আবার উদ্ধার হল এক সাংবাদিকের দেহ। উত্তরপ্রদেশের উন্নাও-তে ওই সাংবাদিকের বাড়ির সামনের টোটো চার্জিং পয়েন্ট থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় বলে জানা গিয়েছে। মৃত সাংবাদিকের নাম শুভম শুক্ল (২৪)। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে তাঁকে। যদিও পুলিশের অনুমান আত্মহত্যা করেছেন ওই সাংবাদিক।

আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও

সূত্রের খবর, ছত্তিশগড়ের মৃত সাংবাদিক মুকেশের মতো শুভমও একটি ইউটিউব চ্যানেল চালাতেন। শুভমের পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বিজেপি কাউন্সিলারের সঙ্গীদের সঙ্গে এক জন্মদিনের পার্টিতে ঝামেলা হয় তাঁর, গুরুতর আহত হয় শুভমের ভাইও। হাসপাতালেও ভর্তি করতে হয় তাঁকে। সেই ঘটনায় পুলিশেও অভিযোগ দায়ের করা হয়েছিল। আর তারপর থেকেই নাকি এই মামলা তোলার জন্য তাঁদের চাপ দিচ্ছিল ওই বিজেপি কাউন্সিলার এবং তাঁর সঙ্গীরা। শুভমের পরিবারের দাবি এই ঘটনার সূত্রেই শুভমকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং পুরো ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….

এই প্রসঙ্গে শুভমের দাদা সুরজ বলেন,‘‘কাউন্সিলর এবং তাঁর সঙ্গীরা মামলা তোলার জন্য চাপ দিচ্ছিলেন। আমার ছোট ভাইয়ের উপর হামলা চালানো হয়। হাসপাতালে কয়েক সপ্তাহ ভর্তি ছিল। কাউকে গ্রেপ্তার করা হয়নি।’’  তবে প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর আসল কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই স্পষ্ট হবে বলে জানিয়েছেন উন্নাও পুলিশের এক আধিকারিক।

আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন