ছাত্রছাত্রীদের জন্য নতুন স্কিম চালু করলেন মুখ্যমন্ত্রী। উচ্চশিক্ষা নিয়ে আর চিন্তা নেই! জানতে পড়ুন বিস্তারিত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

1200-675-22610539-thumbnail-16x9-mamatabanerjee

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাংলার পড়ুয়াদের জন্য চালু হলো শিক্ষাসাথী প্রকল্প (Sikkha Sathi Scheme). ছাত্রছাত্রীদের জন্য নতুন উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (Mamata Banerjee). এর আগেও শিক্ষার্থীদের জন্য একাধিক প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী। রয়েছে রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্প (Government Scheme) ও স্কলারশিপ স্কিম। যার দ্বারা উপকৃত হন লাখ লাখ পড়ুয়া। তবে সম্প্রতি মুখ্যমন্ত্রীর শিক্ষাসাথী প্রকল্পের দ্বারা কিভাবে উপকৃত হবেন একজন পড়ুয়া? আসুন জেনে নেওয়া যাক সেই বিষয়ে বিস্তারিত।

West Bengal Sikkha Sathi Scheme

রাজ্য সরকারের নতুন প্রকল্প শিক্ষাসাথী। সম্প্রতি এই প্রকল্প নিয়ে সুখবর। পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের দ্বারা রাজ্যের শিক্ষার্থীদের সাশ্রয়ী মূল্যের নোটবুক সরবরাহ করবে। ছাত্র-ছাত্রীদের জন্য সে লক্ষ্যকে বাস্তবায়িত করতে ‘শিক্ষাসাথী’ প্রকল্পটি চালু করেছে বাংলার সরকার। বই এবং নোটবুক-এর মতো স্কুল সরবরাহ প্রত্যেক ছাত্র-ছাত্রীর প্রয়োজন হয়। আর এই জিনিসগুলির ক্রমবর্ধমান দামের কারণে অনেক পড়ুয়া সমস্যার মুখে পড়েন। এমনিতে রাজ্য সরকার বিনামূল্যে পাঠ্যবই দেয় শিক্ষার্থীদের। দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বই দেওয়া হয়। তার সঙ্গে খাতাও দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। তবে সরকারের শিক্ষা সাথী প্রকল্প ছাত্র-ছাত্রীদের আরো উপকৃত করবেন বলে ধরে নেওয়া হচ্ছে। দরিদ্র পরিবারগুলির আর্থিক বোঝা লাঘব করার লক্ষ্যে রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ উদ্যোগ।

Sikkhasathi Scheme Benefits

রাজ্য সরকারের এই প্রকল্পে শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী মূল্যের নোটবুক বাজার দরের চেয়ে কম দামে সরবরাহ করা হবে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের তিন ধরণের নোটবুক সরবরাহ করবে সরকার। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার উপকরণের দাম যেভাবে ক্রমবর্ধমান ভাবে বাড়ছে সেক্ষেত্রে সেই দামের সাথে লড়াই করা অনেক পরিবারের জন্য এই উদ্যোগ একটি স্বস্তি। ক্রিসমাসের সময় রাজ্য সরকার এই প্রকল্পের ঘোষণা করেছিল। শিক্ষার্থী এবং অভিভাবকেরা এই প্রকল্প ঘোষণায় খুশি।

ছাত্রছাত্রীরা কি ধরনের নোটবুক পাবেন?

শিক্ষাসাথী প্রকল্পের ছাত্র-ছাত্রীদের যে নোটবুক গুলি দেওয়া হবে, সেই নোটবুকগুলি রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ বিভাগ দ্বারা তৈরি করা হবে। বিভিন্ন সরকারি প্রকল্প এবং তাদের সুবিধা সম্পর্কে তথ্য উল্লেখ করা থাকবে সেখানে। নোটবুকগুলি মুদ্রণ করবে শিল্পবার্তা প্রিন্টিং প্রেস লিমিটেড। খুব স্বাভাবিকভাবেই ছাত্র-ছাত্রীদের জন্য এই নোটবুকগুলি নিয়মিত বাজার মূল্যের তুলনায় অনেকটাই কম দামে বিক্রি করা হবে।

যা জানা যাচ্ছে, দুই ধরণের ১০০ পৃষ্ঠার নোটবুক পাওয়া যাবে প্রতিটি ৭০ টাকায়। ৫০ পৃষ্ঠার একটি নোটবুক বিক্রি করা হবে ৩৭ টাকায়। তবে কম দাম থাকা সত্ত্বেও, নোটবুকগুলির মান বাজারে পাওয়া প্রিমিয়াম-মানের নোটবুকের মতোই হবে বলে রাজ্য সরকার সূত্রে খবর। এখন প্রশ্ন হল শিক্ষার্থী রা এই নোটবুকগুলি কোথা থেকে কিনবেন?এই নোটবুকগুলি পাওয়া যাবে রাজ্যের মঞ্জুষা স্টল, কনজিউমার কো-অপারেটিভ, সরকারি মেলায়। আগামী দিনে এই নোটবুকগুলি মিলবে রেশন দোকানেও।

আরও পড়ুন:– পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে প্রচুর শিক্ষক নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

আরও পড়ুন:– ‘চাঁদ নয়, সোজা মঙ্গলে কলোনি’, বড় লক্ষ্য মাস্কের, বিস্তারিত জানুন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন