ছাত্রীদের লাগাতার যৌন নির্যাতন শিক্ষকের ! স্কুলে বিক্ষোভ অভিভাবকদের

By Bangla news dunia Desk

Published on:

rape

Bangla News Dunia , দীনেশ :- স্কুলের ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার হলেন একটি স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক । পুরুলিয়া জেলার নিতুড়িয়া থানার শিমুলিয়া জুনিয়ার হাইস্কুলের ঘটনা । ধৃত শিক্ষকের নাম জিতেন মণ্ডল । এক ছাত্রীর অভিভাবকের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ । তাঁকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ।

অভিযোগ, খারাপ উদ্দেশ্য নিয়ে স্কুলের ছাত্রীদের গায়ে হাত দিতেন ওই শিক্ষক । ছাত্রীরা বিষয়টি বাড়িতে জানালে শতাধিক অভিভাবক স্কুলে ঘেরাও করে রাখেন ওই শিক্ষককে । শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ জানাতে থাকেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিতুড়িয়া থানার পুলিশ । কয়েক ঘণ্টা পর জনরোষ থেকে বাঁচিয়ে রায়বাঁধ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় অভিযুক্ত শিক্ষককে ।

আরো পড়ুন:- ভারতকে নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ দেওয়ার পক্ষে এবার জোর সওয়াল ব্রিটেনের

স্থানীয়রা জানান, বকবাড়ি, শিমূলিয়া ও ভিরিঙ্গি এই তিনটি গ্রাম থেকে ছাত্রছাত্রীরা শিমূলিয়া জুনিয়ার হাইস্কুলে পড়তে আসে । তিন-চার দিন আগে ছাত্রীরা বাড়িতে জানায়, স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক এক ছাত্রীকে শ্লীলতাহানি করেছে । শুধু ওই ছাত্রীই নয়, অন্যান্য ছাত্রীদেরও ওই শিক্ষক আপত্তিরকভাবে স্পর্শ করেন বলে অভিযোগ ৷

জনৈক জগন্নাথ ভাণ্ডারী জানিয়েছেন, “দুই বছর আগেও একই অভিযোগ উঠেছিল ওই শিক্ষকের বিরুদ্ধে । তখন লিখিত অভিযোগ করা হয়েছিল । আমরা চাই এই স্কুল থেকে ওই শিক্ষককে সরানো হোক ।”

আরো পড়ুন:- বাংলাদেশে চরম নির্যাতনের শিকার অন্তঃসত্ত্বা হিন্দু শিক্ষিকা !

ওই স্কুলের এক শিক্ষিকা বলেন, “মেয়েরা ওই শিক্ষকের বিরুদ্ধে আমার কাছে বারবার অভিযোগ জানাত । আমি এসআই-কে মৌখিকভাবে বিষয়টি নিয়ে জানিয়েছিলাম । তিনি বলেছিলেন, অভিভাবকরা যেন লিখিতভাবে অভিযোগ জানান ।”

তবে যাঁর বিরুদ্ধে অভিযোগ, শিমুলিয়া জুনিয়ার হাইস্কুলের সেই শিক্ষক তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

#End

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

Bangla news dunia Desk

মন্তব্য করুন