Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আর হাতে গোনা কদিন পরেই নতুন বছর। আর নতুন বছরেই আপনি পাচ্ছেন বেশ কিছু উইকেন্ড (Weekend). ভাবতে অবাক লাগলেও বিষয়টা কিন্তু এক্কেবারে সত্যি। নতুন বছর আপনাদের জন্য সাজিয়ে রেখেছে একগুচ্ছ উইকেন্ড। তাই আপনারা যদি ভেবে থাকেন, উইকেন্ডে টুকটাক ঘুরে আসবেন তাহলে এখন থেকেই প্ল্যান করে নিন। তবে হ্যাঁ, তার আগে জেনে নেওয়া জরুরী নতুন বছরে কোন কোন সপ্তাহে লম্বা ছুটি পাবেন।
Long Weekend In 2025
নতুন বছর পড়ার আগেই ছুটির ক্যালেন্ডার প্রকাশিত। আর এই বছর আপনি নয়টি লম্বা উইকেন্ড তো পাচ্ছেনই। আপনার হাতে থাকছে একগুচ্ছ ছুটি। যার ফলে আপনি অনায়াসেই সময় কাটাতে পারবেন পরিবারের সঙ্গে আবার কাছেপিঠে কিংবা দূরে ঘুরে আসতে পারেন। জুন ও জুলাই এই দুটি মাস ছাড়াও এই বছরের বাকি দশটা মাসে আপনি অনায়াসে বেশ কিছু ছুটি তো পেয়েই যাবেন আপনি। তাহলে আসুন দেখে নিন কবে কবে পাচ্ছেন ছুটি।
আরো পড়ুন:– বিনামূল্যে রেশন সামগ্রীর সঙ্গে 1000 টাকা পাবেন? বিস্তারিত জানতে পড়ুন
২০২৫ সালে বছরভর লম্বা উইকেন্ড!
জানুয়ারি মাসে ১১ জানুয়ারি পড়েছে শনি বার। ১২ জানুয়ারি পড়েছে রবিবার। ১৩ জানুয়ারি পড়েছে সোমবার। তাই একদিনের ছুটিতে পরিবার কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরে আসতেই পারেন। ১৪ জানুয়ারির দিন মকর সংক্রান্তি উপলক্ষে ছুটি পাবেন। অর্থাৎ আপনি মাঝ সপ্তাহে টানা চারদিন ছুটি পেয়ে যাচ্ছেন। ফেব্রুয়ারি মাসে পাঁচ দিনের ছুটি পাচ্ছেন। তবে তার জন্য ছুটি নিয়ে নিন ২৪ এবং ২৫ ফেব্রুয়ারি। ২২-২৩ ফেব্রুয়ারি শনি এবং রবিবার পড়েছে। ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রির ছুটি পাবেন। মার্চ মাসে ৩ দিনের মতো ছুটি পেয়ে যাচ্ছেন। দোল পড়েছে ১৪ মার্চ, শুক্রবার। আর এর পরের শনি-রবি মিলিয়ে আবার ছুটি পাচ্ছেন।
মার্চের পর এপ্রিল মাসে ১৮ তারিখ গুড ফ্রাইডের ছুটি। তারপরের দিন পড়েছে শনি এবং রবিবার। সপ্তাহান্তের ছুটি পাবেন। টানা ৩ দিন ছুটি থাকছে আপনার হাতে। মে মাসের শুরুতে অর্থাৎ ১ মে শ্রমিক দিবস পড়েছে বৃহস্পতিবার। শুক্রবার দিন একটি ছুটি নিতে পারলে চার দিনের টানা ছুটি পাবেন। আগামী ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের দিন পড়েছে শুক্রবার। আর তারপর সামনে আছে শনি আর রবিবার। এই তিনদিন হাতে থাকছে আপনার।
আরো পড়ুন:– হিন্দু নির্যাতনের ঘটনা পাকিস্তানের ২০ গুণ বাংলাদেশে, তথ্য বিদেশ মন্ত্রকের
আর এবার আসা যাক সেপ্টেম্বর মাসে। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে এগিয়ে এসেছে দুর্গাপুজো। আর দুর্গাপুজোর টানা ছুটি পাচ্ছেন। দুর্গাপুজো শুরু হচ্ছে সেপ্টেম্বরের শেষ থেকে চলবে অক্টোবর পর্যন্ত। ১ অক্টোবর পড়েছে নবমী, আর ২ অক্টোবর বিজয় দশমী। এরপর শুধু ৩ অক্টোবর দিন শুক্রবার ছুটি নিতে পারলে শনি-রবিবার পেরিয়ে একেবারে সোমবার পর্যন্ত ছুটি পাবেন। সোমবার দিনেও ছুটি পেয়ে যাবেন। এর কারণ হল সোমবার দিন ৬ অক্টোবর পড়েছে লক্ষ্মীপুজো। সব মিলিয়ে সেপ্টেম্বরের শেষ আর অক্টোবরের শুরু মিলিয়ে ন’দিনের ছুটি পাওয়া যেতে পারে।
নভেম্বর মাসে চলে আসা যাক। এই মাসে গুরু নানক জয়ন্তী পড়েছে ৫ নভেম্বর বুধবার। তার আগে শনিবার, রবিবার, সোমবার আর মঙ্গলবার টানা ছুটি নিলে আপনি টানা পাঁচ দিনের ছুটি পেয়ে যাবেন। আর এবার চলে আসা যাক ডিসেম্বর মাসে। এই মাসে এক দিন-এর ছুটি নিলে ডিসেম্বর মাসেও চার দিনের ছুটি মিলবে। কারণ ২৫ ডিসেম্বর দিন বড়দিন পড়েছে বৃহস্পতি বার। এর মাঝে ২৬ ডিসেম্বর যদি ছুটি পান তাহলে ২৮ ডিসেম্বর পর্যন্ত টানা ছুটি পাচ্ছেন।
আরো পড়ুন:– অ্যামাজন প্রাইম মেম্বারশিপের নিয়মে বদল, আপনার সাবস্ক্রিপশন রয়েছে?