জজ-উকিলের হাতাহাতি, সামলাতে নাকাল পুলিশও, কোর্টে টেবিল-চেয়ার ছোড়াছুড়িও!

By Bangla News Dunia Rajib

Published on:

adalot

Bangla News Dunia , Rajib : মঙ্গলবার একটি জামিন মামলার শুনানি চলছে গাজ়িয়াবাদ আদালতে। সওয়াল-জবাব জারি। কিন্তু মক্কেলের জামিন করাতে পারেননি সেই আইনজীবী। তার পরেই চোখের নিমেষে ঘটে গেল একের পর এক সব কাণ্ডকারখানা। যেখানে সমস্যার সমাধান করেন তাঁরাই, বিচার করেন মামলা-মোকদ্দমার, সেখানে তাঁদের সামলাতেই হিমশিম খেতে হল পুলিশকে।

বিষয়টি এমন পর্যায়ে পৌঁছয় যে মাঠে পরে নামতে হয়েছে আধাসেনাকেও! ওই ঘটনার ভিডিয়ো (এই সময় তার সত্যতা যাচাই করেনি) ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পরিস্থিতি সামাল দিতে পুলিশ চেয়ার তুলে আইনজীবীদের তাড়া করছে ও আইনজীবীরা পাল্টা মারমুখী, এই ছবি সামনে এসেছে।

সূত্রের খবর, জামিনের আবেদন নিয়ে শুরু হয় বিচারক-আইনজীবীর মধ্যে তুমুল তর্কাতর্কি। সেই খবর ছড়িয়ে পড়তেই আদালতের অন্য অনেক আইনজীবীই পৌঁছে যান বিচারকের চেম্বারে। তার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

আরো পড়ুন:- আয়ের প্রায় 65% দান করতেন তিনি, রতন টাটার জীবনের আরও অজানা তথ্য মুগ্ধ করবে আপনাকে

তা থেকে হাতাহাতি, ভাঙচুর, টেবিল-চেয়ার ছোড়াছুড়ি। চলে ধস্তাধস্তিও। অভিযোগ, বিচারককে ঘিরে ধরে মারমুখী হয়ে ওঠেন আইনজীবীরা। এর পরে বিচারক কোনও ক্রমে নির্দেশ দেন পুলিশ ডাকতে।

পরিস্থিতি সামাল দিতে পৌঁছে যায় পুলিশ। কিন্তু তার পরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। নামাতে হয় আধাসেনাও। তার পর আইনজীবীদের তাড়া করে বিচারকের চেম্বার থেকে বার করা হয়। আইনজীবীদের কবল থেকে মুক্ত করা হয় বিচারককে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধস্তাধস্তি এবং হাতাহাতিতে কয়েক জন আইনজীবী আহত হয়েছেন। বিচারকের চেম্বার থেকে বাইরে বার করে দেওয়ার পর আইনজীবীরা আদালত চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

পুলিশ এবং আধাসেনার বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন আইনজীবীরা। এর প্রতিবাদে এ দিন আদালতের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন আইনজীবীরা। তাঁদের অভিযোগ, পুলিশের তাড়ার কারণে তাঁদের বেশ কয়েক জন আহত হয়েছেন। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। বিভিন্ন বার অ্যাসোসিয়েশন আইনজীবীদের উপর এই হামলার নিন্দা করেছে।

আরো পড়ুন:- বেকার ছেলে মেয়ে সবাইকে প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, কিভাবে ই শ্রম কার্ড অনলাইন আবেদন করবেন?

সাম্প্রতিক অতীতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি-সহ একাধিক বিচারপতি আইনজীবীদের আচরণ নিয়ে তাঁদের সতর্ক করেছেন। কাউকে কাউকে ভর্ৎসনাও করা হয়েছে। তাঁদের রুল-বুক মেনে চলার কথা বারবার বলেছেন খোদ প্রধান বিচারপতি। শব্দের প্রয়োগ নিয়েও সাবধান করা হয়েছে। তার পরেও মক্কেল জামিন না পাওয়ায় ও পিটিশন ট্রান্সফারে কোর্ট রাজি না হওয়ায় এই ধুন্ধুমার কাণ্ড!

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন