Bangla News Dunia, দীনেশ :- অজিত দোভালের (Ajit Doval) চিন সফরে আলোচনায় উঠে এল মানস সরোবর যাত্রা সহ বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু। জানা গেছে, প্রতিটি বিষয় নিয়েই ভারত ও চিনের (India-China) বিশেষ প্রতিনিধি দলের মধ্যে বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে। যদিও ‘পবিত্র’ কৈলাস-মানস সরোবর যাত্রার বিষয়ে নির্দিষ্টভাবে কিছু বলেননি ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র।
বৃহস্পতিবার সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, মানস সরোবর যাত্রা পুনরায় শুরু করার মতো যে আন্তঃসীমান্ত বিষয়গুলি নিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের বৈঠকে আলোচনা হয়েছে, সেগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে।
আরো পড়ুন :- কল্যাণী AIIMS কর্মী নিয়োগ হচ্ছে, মাসিক বেতন ৩০ হাজার টাকা
উল্লেখ্য, ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে কৈলাস-মানস সরোবর যাত্রা। লাদাখ সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের মধ্যে ২০২০ সালেই বিবাদ শুরু হয়। গালওয়ানে ভারত ও চিন সেনাদের মধ্যে সামরিক সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়। মৃত্যু হয় ৪ চিন সেনারও। যদিও একাধিক সূত্রে জানা যায়, চিন সেনা প্রকৃত মৃত্যুর খবর চেপে গিয়েছে। প্রকৃতপক্ষে তাদের যথেষ্ট ক্ষতি হয়েছিল সেই সময়। গালওয়ান সংঘর্ষের পর থেকে ভারত-চিন সম্পর্ক তলানিতে এসে ঠেকে।
আরো পড়ুন :- মহাকাশে সামরিক ঘাঁটি গড়বে ভারত, শূন্যে টহল দেবে সেনা
যদিও সম্প্রতি সম্পর্কের কিছুটা উন্নতি হয়েছে। পূর্ব লাদাখে ডেপসাং ও ডেমচকের মতো এলাকা থেকে সেনা সরাতে একমত হয় দুই দেশ। সেই মতো গত ২১ অক্টোবর থেকে সেনা সরানো হয়। এরপর রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলনের মধ্যে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই দেশই এই বৈঠকে সীমান্ত সমস্যা মেটাতে ও দ্বিপাক্ষিক সম্পর্কের জট কাটাতে সহমত হয়। তার ফলশ্রুতিতেই অজিত দোভালের নেতৃত্বে বিশেষ প্রতিনিধি দলের বেজিং সফর বলে মনে করা হচ্ছে। এই সফরের আলোচনাকে গুরুত্ব দিচ্ছে দুই দেশই।
আরো পড়ুন :- মেয়েদের ‘ফুলের মতো’ বললেন খামেনেই ! হিজাব বিতর্কের মাঝে অন্য ছবি ইরানে?