Bangla News Dunia, সমরেশ দাস :- কোরনা ভাইরাস কে ঠেকাতে এবারে মাঠে নামলো কেরলের দমকল বিভাগ । তারা জানাটা কারফিউ দিনটিকে বেছে নেই এবং তাঁদের যথা সাদ্ধ কাজ করে ।
রাজ্যজুড়ে রেল স্টেশন, বাসস্ট্যান্ড সহ যত জনবহুল স্থান রয়েছে সমস্ত স্থানে জীবাণুনাশক দ্রবণ স্প্রে করলেন দমকলকর্মীরা। স্বাস্থ্যদপ্তরের সঙ্গে হাত মিলিয়ে এই অভিযানে নামল দমকল বিভাগ।
পাশাপাশি রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে রাজ্যজুড়ে ব্যাপক প্রভাব পড়ল জনতা কার্ফুর।
দমকল বিভাগের প্রধান এ হেমচন্দ্রন রবিবার বলেন, রাজ্যজুড়ে বিভিন্ন জনবহুল স্থানে জলের সঙ্গে জীবাণুনাশক মিশিয়ে স্প্রে করছি আমরা। এই কাজে সোডিয়াম হাইপোক্লোরাইট ব্যবহার করছে দমকল বিভাগ। আমাদের ফার্স্ট রেসপন্স গাড়িগুলি উচ্চ চাপের পাইপ ব্যবহার করে স্প্রে করতে পারে। বিষয়টি নিয়ে আমরা স্বাস্থ্যদপ্তরের সঙ্গে আলোচনা করেছিলাম। স্বাস্থ্যদপ্তরের সহযোগিতাতেই এই অভিযান চালানো হচ্ছে। এর লক্ষ্য সাধারণ মানুষের মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়া আটকানো।
[ আরো পড়ুন :- পাকিস্তানের কোয়ারেন্টাইন ক্যাম্পের অবস্থা দেখলে আপনি চমকে যাবেন ]
দমকল বিভাগের এক উচ্চ পদস্থ কর্তা বলেন, যেসব জায়গায় ভাইরাস বেশি সময় ধরে বেঁচে থাকতে পারে, সেখানে আমরা জীবাণুনাশক দ্রবণ স্প্রে করছি। প্লাস্টিক, ইস্পাতের তৈরি হ্যান্ডরেল, সিট, পোল, পোস্ট এবং মেঝেতে স্প্রে করা হচ্ছে। আজ জনতা কার্ফু থাকায় এই কাজে সুবিধা হচ্ছে।
[ আরো পড়ুন :- গুদামে হামলা করে দুই গজরাজ মিলে ৩০ লিটার মদ খেয়ে নেশায় মগ্ন ]
প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এদিন রাজধানী তিরুবনন্তপুরম সহ রাজ্যের সব জাগাতেই জনতা কার্ফুতে ব্যাপক প্রভাব পড়েছে। সাদারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গিয়েছে। ঘটনাচক্রে প্রধানমন্ত্রীর এই জনতা কার্ফুর ডাককে স্বাগত জানিয়েছিল কেরলের বাম সরকারও। রাজ্যজুড়েই রাস্তাঘাট ছিল শুনশান।