Bangla News Dunia , Rajib : সলমন খানকে লাগাতার প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে কর্নাটক থেকে একজনকে গ্রেপ্তার করল মুম্বই পুলিশ। অভিনেতার থেকে পাঁচ কোটি টাকা তোলা চাওয়ারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সূত্রের খবর, যাঁকে গ্রেপ্তার করা হয়েছে তিনি পেশায় গীতিকার। নিজের গানের প্রচারের স্বার্থেই তিনি এ ধরনের হুমকি ফোন করেন। তবে কি লরেন্স বিষ্ণোই গ্যাং এই হুমকিগুলির নেপথ্যে ছিল না?
মুম্বই পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ২৪ বছরের ওই অভিযুক্তের নাম সোনালি পাশা। তিনি ‘ম্যায় সিকান্দর হুঁ’ নামে একটি গান লিখেছেন। কেবলমাত্র জনপ্রিয় হওয়ার আগ্রহে তিনি এই হুমকি ফোনগুলি করছিলেন বলে স্বীকার করেছেন পুলিশের কাছে।
মুম্বই পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ২৪ বছরের ওই অভিযুক্তের নাম সোনালি পাশা। তিনি ‘ম্যায় সিকান্দর হুঁ’ নামে একটি গান লিখেছেন। কেবলমাত্র জনপ্রিয় হওয়ার আগ্রহে তিনি এই হুমকি ফোনগুলি করছিলেন বলে স্বীকার করেছেন পুলিশের কাছে।
আরো পড়ুন :- পাহাড়ে কর্মসংস্থানে জোর, ৪টি ‘স্কিল ডেভেলপমেন্ট সেন্টার’ গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর
আরো পড়ুন :- দুঃসংবাদ রাসেলকে নিয়ে, চিন্তায় KKR
গত ৭ নভেম্বর মুম্বই সিটি পুলিশের হোয়টসঅ্যাপ নম্বরে একটি হুমকি ফোন আসে। যেখানে পাঁচ কোটি টাকা তোলা চেয়ে ফোন করা হয়। বলা হয়, সলমন খান যদি এই টাকা না দেন তবে তিনি এবং ‘ম্যায় সিকান্দর হুঁ’ গানের গীতিকার খুন হবেন। এক মাসের মধ্যে তাঁদের জীবনে চরম অন্ধকার নেমে আসবে।
প্রাথমিকভাব মনে করা হচ্ছিল, সলমন খানকে এই খুনের হুমকিগুলি দিচ্ছে লরেন্স বিষ্ণোই গ্যাং। যেহেতু ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ হত্যাকাণ্ড নিয়ে সলমনের উপর বেজায় চটে লরেন্স বিষ্ণোই গ্যাং, ফলে মনে করা হচ্ছিল তারাই এই হুমকিগুলির নেপথ্যে রয়েছে।
তবে এই গীতিকারের স্বীকারোক্তি, জনপ্রিয় হওয়ার লক্ষ্যে তিনি সলমন খানকে খুনের হুমকি দিয়েছেন। তিনিই মুম্বই পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করেছিলেন। উল্লেখ্য, এর মাঝেই সলমন খানকে দেখা গিয়েছে হায়দরাবাদের ফলকনুমা প্যালেসে তাঁর আগামী ছবি ‘সিকান্দর’-এর শুটিং করতে।
#END