Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গ সরকারের (WB Governmeent) উদ্যোগে চালু হলো নতুন UPMS Portal. প্রধানত সরকারি প্রকল্পগুলির উপর নজরদারি বাড়াতে ও সরকারি প্রকল্পগুলির উন্নতিকরণে এই পোর্টাল কাজ করবে। বিগত কয়েক বছরের মধ্যে বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। আর এই সকল প্রকল্পগুলি একদিকে যেমন সাধারণ মানুষকে সহায়তা করছে, ঠিক তেমন ভাবেই প্রকল্পগুলিকে কেন্দ্র করে জালিয়াতির অভিযোগ উঠছে। তাই রাজ্য সরকারের এই পোর্টাল ভীষণ জরুরী বলেই মনে করছেন সকলে।
UPMS Portal Launched By Government
সকলেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। আর তার আগে বড় উদ্যোগ নিল নবান্ন। এবার থেকে সরকারি প্রকল্প পর্যবেক্ষণ ও পরিচালনার জন্য পশ্চিমবঙ্গ সরকার চালু করছে নতুন একটি পোর্টাল। আর সেই পোর্টালের নাম হল UPMS পোর্টাল। কিন্তু কেন এই পোর্টাল চালু করা হয়েছে? আসলে পশ্চিমবঙ্গ সরকার সরকারি প্রকল্পগুলি যাতে আরও ভালভাবে ট্র্যাক করা যায়, প্রকল্পগুলি (Government Scheme) যাতে ভালভাবে পরিচালনা করার যায়, তার জন্য UPMS বা ইউনিফাইড প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম নামে এই নতুন পোর্টালটি চালু হয়েছে। আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। আর তার জন্য বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছে সরকার। তাই গৃহীত হলো এই প্রকল্প নজরদারির সরকারি পোর্টাল। এই পোর্টালটি রয়েছে রাজ্য অর্থ বিভাগের নিয়ন্ত্রণে। এই পোর্টালের নেতৃত্বে আছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:– Jio গ্রাহকদের জন্য সুখবর! ট্রাইয়ের নির্দেশ মেনে দু’টি সস্তার প্ল্যান আনল Jio, জেনে নিন বিস্তারিত
UPMS পোর্টাল থেকে কী কী সুবিধা পাবেন?
রাজ্য সরকারের UPMS পোর্টালটি পর্যবেক্ষণ করতে সাহায্য করবে রাস্তা নির্মাণ, বাঁধ নির্মাণ এবং আরও অনেক কিছু। এখানে বিশদ বিবরণ থাকবে যে প্রতিটি প্রকল্পের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে আর কত টাকা খরচ করা হয়েছে সে সম্পর্কে। বলা যায়, এই পোর্টালটি সরকারকে এই উদ্যোগগুলির অগ্রগতির উপর নজর রাখতে আর এর পাশাপাশি যে তহবিল দক্ষতার সাথে ব্যবহার করা হচ্ছে তা নিশ্চিত করার জন্য অনুমতি দেবে।
সামগ্রিকভাবে বলা যায়, এই UPMS পোর্টাল চালু করাকে রাজ্যের সরকারি প্রকল্পগুলির স্বচ্ছতা, জবাবদিহিতা আর পর্যবেক্ষণ উন্নত করার জন্য এক কৌশলগত সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে। সরকারের এই নতুন পোর্টালে অন্তর্ভুক্ত থাকবে মানুষের জন্য বিভিন্ন প্রকল্প, সেচ, পঞ্চায়েত, পৌর ও নগর উন্নয়ন, জনস্বাস্থ্য প্রকৌশল, জলসম্পদের মতো বিভিন্ন সরকারি বিভাগের প্রকল্প। পরিকল্পনা রয়েছে, কলকাতা পৌর উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে বিভিন্ন প্রকল্পগুলিও সিস্টেমে অন্তর্ভুক্ত করার।
চলতি বছর ২০২৫ সালে, রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প সম্পন্ন করার পরিকল্পনা করে নিয়েছে। এই প্রকল্পগুলি সঠিকভাবে নথিভুক্ত এবং পরিচালিত হচ্ছে তা নিশ্চিত করার ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে UPMS পোর্টাল। শুধু তাই নয় এটি সরকারের নির্বাচনী প্রচারণার জন্যও ভীষণভাবে গুরুত্বপূর্ণ হবে। যার ফলে তারা ভোটারদের কাছে প্রদর্শন করতে পারবে তাদের উন্নয়নমূলক কাজ।
আরও পড়ুন:– লৌহযুগের শুরু তামিলনাড়ুতে, 5,300 বছরের পুরনো তরোয়াল হাতিয়ার স্ট্যালিনের
আরও পড়ুন:– ট্রেন ও রাস্তা বন্ধে বালি ব্রিজে যাত্রী হয়রানি, কাজ চলবে আরও তিনদিন