জয়নগরের ধর্ষণ-খুনে তদন্তের কিনারা কোন পথে হলো? জানতে পড়ুন বিস্তারিত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

incaseofrapeandmurderofstudentinjayanagarkultalipolicecarwasdestroyedbyfire_08102024132917_0810f_1728374357_111

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- জয়নগরে নাবালিকাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষী মুস্তাকিন সর্দারকে শুক্রবার মৃত্যুদণ্ডের সাজা দেয় বারুইপুর আদালত। ঘটনায় ৬১ দিনের মাথায় এই মামলার বিচার প্রক্রিয়া শেষ হয়েছে এবং ৬২ দিনের মাথায় দোষীর সাজা ঘোষণা করেছে আদালত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তদন্তে পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন।

কী ভাবে জয়নগরের নৃশংস ঘটনার কিনারা করে দোষী মুস্তাকিনকে গ্রেপ্তার করল পুলিশ?

গত ৪ অক্টোবর সন্ধ্যায় কোচিং সেন্টারে গিয়ে নিখোঁজ হয়ে যান ওই নাবালিকা। মেয়েকে খুঁজে না পেয়ে প্রথমে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেন পরিবারের সদস্যরা। তদন্তে নামে পুলিশ। কোচিং সেন্টারের অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করে এবং কোচিংয়ের রাস্তায় থাকা বেশ কিছু সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ৪ ঘণ্টার মধ্যে পুলিশ মুস্তাকিনকে গ্রেপ্তার করে।

শুক্রবার এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার জানান, ধানক্ষেত থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার হয়। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, সে দিন কোচিং থেকে ফেরার পথে দোষী মুস্তাকিনের সঙ্গে দেখা হয়েছিল নাবালিকার। সাইকেলে নাবালিকাকে তাড়াতাড়ি বাড়ি ফেরার প্রতিশ্রুতি দিয়েছিল মুস্তাকিন। তারপরেই বাড়ি না নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করে তার মুখ চেপে গলা টিপে খুন করা হয়।

ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, নাবালিকার দেহের ভিতরে ও বাইরে ৩৮টি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল। এছাড়াও মিলেছিল গুরুতর নির্যাতনের চিহ্ন। তদন্ত নেমে পুলিশ কোচিং সেন্টারে নাবালিকার সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করে। সেখান থেকেই উঠে আসে বড় সূত্র।

বান্ধবীদের থেকে সামান্য আগে কোচিং থেকে বার হয়েছিল ওই নাবালিকা। তার এর বান্ধবী নীল সাইকেলের পেছনে নির্যাতিতাকে বসে যেতে দেখেছিল। এই মর্মে ৪ সাক্ষী রয়েছে। ঘটনাস্থলে মুস্তাকিন ছিল কি না তা জানার জন্য ডিজিটাল প্লটিং করে পুলিশ। তাতেই জানা যায় ঘটনাস্থলে ছিল দোষী। মুস্তাকিনকে সাইকেলে চড়া, হাঁটার মুহূর্ত খতিয়ে দেখে তদন্তকারীরা। ঘটনার দিন প্রাপ্ত বিভিন্ন সিসিটিভি ফুটেজের সঙ্গে তা মিলিয়ে দেখা হয়। সমস্ত প্রমাণ ৩০ অক্টোবর আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় অভিযুক্তের মধ্যে কোনও অনুতাপ দেখা যায়নি। শুক্রবার আদালতে তোলার পরও কিছুটা নির্বিকারই দেখা গিয়েছে বছর ১৯-এর মুস্তাকিনকে।

আরো পড়ুন:- ব্রেন তীক্ষ্ণ রাখতে চান? এই ব্যায়ামগুলিতে স্মৃতিশক্তি প্রখর থাকবে- বুদ্ধি বাড়বে মস্তিষ্কের

আরো পড়ুন:- চাপে পড়ে নতিস্বীকার, সব ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক ইউনূসের, জানতে পড়ুন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন