জরুরি অবতরণের সময় ভয়াবহ বিমান দুর্ঘটনা দক্ষিণ কোরিয়ায়, মৃত্যু বহু মানুষের

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত অন্তত ৬২ যাত্রী। গুরুতর জখম অনেক। দু’জনকে উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

রবিবার সকালে দক্ষিণ জোয়েল্লা প্রদেশের মুয়ান আন্তর্জাতিক বিমান বন্দরে দুর্ঘটনা ঘটে। বিমানটি থাইল্যান্ডের ব্যাঙ্কক থেকে আসছিল। মুয়ান বিমানবন্দরে জরুরি অবতরণের সময় উড়ানটি রানওয়ে থেকে ছিটকে সরে গিয়ে একটি পাঁচিলে ধাক্কা মারে। তার জেরে বিমানে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় ও তা বিধ্বংসী আকার নেয়।

আরো পড়ুন: 3 বছর বয়সে মুখস্থ 100 দেশের নাম, বিরল প্রতিভাকে স্বীকৃতি ওয়ার্ল্ড ওয়াইড বুক অফ রেকর্ডসের

ইয়নহাপ সংবাদ সংস্থা সূত্রে খবর, জেজু এয়ারের ওই বিমানে ৬ জন ক্রু-সহ ১৮১ জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে ১৭৩ জন দক্ষিণ কোরিয়ার বাসিন্দা, অন্য দু’জন থাইল্যান্ডের।

সূত্রের খবর, অবতরণের কিছু ক্ষণ আগে বিমানের সঙ্গে পাখির ধাক্কা লাগে। তার জেরে বিমানের ল্যান্ডিং গিয়ারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে এবং পাইলট উড়ানের নিয়ন্ত্রণ হারাতে থাকেন। জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। ‘বেলি ল্যান্ডিং’-এর সময় আচমকাই রানওয়ে থেকে স্কিড করে যায় বিমানটি। রানওয়ে লাগোয়া একটি লম্বা পাঁচিলে সজোরে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই বিমানে আগুন ধরে যায়।

সূত্রের খবর, দমকলের ৩০টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। এক ক্রু এবং এক যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বিমানের পিছনের অংশে আটকে পড়া যাত্রীদেরও বার করার চেষ্টা করছেন উদ্ধারকারীরা।

এ নিয়ে চলতি সপ্তাহে দ্বিতীয় বড় বিমান দুর্ঘটনা ঘটল। বড়দিনে আজারবাইজান এয়ারলাইন্সের একটি বিমান কাজ়াকস্থানে দুর্ঘটনার কবলে পড়ে। মৃত্যু হয় ৬২ জন যাত্রীর।

আরো পড়ুন: PAN 2.0 এবং PAN Card এর মধ্যে আসল পার্থক্য কোথায়? 90% মানুষ জানেন না! বিপদে পড়ার আগে জেনে নিন

আরো পড়ুন:– মহারাষ্ট্র ATS-এর হাতে পাকড়াও ১৩ বাংলাদেশি, কেন ভারতে ঢুকেছিল তারা? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন