জ়িনাতকে ধরতে বন দপ্তরের সফল অভিযানকে কুর্নিশ মমতার, কী লিখলেন মুখ্যমন্ত্রী?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- টানা প্রায় ৯ দিনের লুকোচুরি খেলা শেষ। বাঁকুড়ার জঙ্গল থেকে অবশেষে ধরা পড়েছে জ়িনাত। বনকর্মীদের নিরলস পরিশ্রমে ওডিশার বাঘিনিকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় ধরা গিয়েছে রবিবার। বনকর্মীদের পরিশ্রম ও প্রচেষ্টার প্রশংসা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জ়িনাতকে উদ্ধারের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে শেয়ার করে মমতা এ দিন লেখেন, ‘বনবিভাগের সকল আধিকারিককে আমার আন্তরিক অভিনন্দন বাঘিনি জ়িনাতকে সফলভাবে উদ্ধার করার জন্য। এই অসাধারণ প্রচেষ্টায় তাঁদের অকুণ্ঠ সমর্থন এবং সহযোগিতার জন্য জেলা প্রশাসন, পুলিশ, পঞ্চায়েত কর্মকর্তা ও স্থানীয় জনগণের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

আরো পড়ুন: আর নয় ওষুধ, চিকিৎসাবিজ্ঞানে এবার তাবিজেই হবে গর্ভনিরোধক ! ব্যাপারটা কি, জানুন

গত ১৫ নভেম্বর মহারাষ্ট্রের তাডোবা-আন্ধারি ব্যাঘ্র প্রকল্প থেকে তিন বছরের জ়িনাতকে ওডিশার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে নিয়ে আসা হয়েছিল। কয়েক দিন পর্যবেক্ষণে রাখার পরে তার গলায় রেডিয়ো কলার পরিয়ে ২৪ নভেম্বর সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছাড়া হয়। এর পর থেকেই ঝাড়খণ্ড পেরিয়ে প্রথমে ঝাড়গ্রাম, সেখান থেকে পুরুলিয়া হয়ে শনিবার বাঁকুড়ার গোসাঁইডিহি গ্রামে পৌঁছয় জ়িনাত। গত ২০ ডিসেম্বর রাজ্যের মাটিতে পা রেখেছিল সে। টানা নয় দিন ধরে জ়িনাতকে ধরতে রাতদিন এক করে প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন রাজ্যের বনকর্মীরা।

প্রসঙ্গত, ২০১৮ সালেও সিমলিপাল থেকে রাজ্যে ঢুকেছিল একটি বাঘ। প্রায় আড়াই মাস বাঁকুড়া, পুরুলিয়ার জঙ্গলে ঘোরার পর জঙ্গলে শিকারিদের আক্রমণে মারা পড়ে বাঘটি। সেই সময়ে কাঠগড়ায় তোলা হয়েছিল রাজ্যের বন দপ্তরকে। একই ভুল দ্বিতীয়বার যাতে না হয় তার জন্য সতর্ক ছিলেন বনকর্মীরা। বনকর্মীদের ‘টিম ওয়ার্ক’-কে সাধুবাদ জানিয়ে মমতা বলেন, ‘এই উদ্ধার আসলে বন্যপ্রাণী সংরক্ষণের প্রতি নিবেদিত প্রাণের একটি উজ্জ্বল উদাহরণ। আপনাদের সম্মিলিত প্রচেষ্টা শুধুমাত্র এক প্রাণীকেই রক্ষা করেনি, আমাদের প্রাকৃতিক ঐতিহ্য রক্ষার গুরুত্বকেও শক্তিশালী করেছে।’

আরো পড়ুন: 1 লা জানুয়ারি থেকে বদলাবে গুরুত্বপূর্ণ সকল নিয়ম। সতর্ক হন সবার আগে

আরো পড়ুন:– ATM কার্ড হারিয়ে গিয়েছে? ঘরে বসেই ব্লক করতে পারবেন, কিভাবে ? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন