‘জাট ছিলেন শ্রীকৃষ্ণ’, মথুরায় ‘বিতর্কিত’ লেখা নিয়ে তুমুল শোরগোল

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ‘ভগবান শ্রীকৃষ্ণ জাঠ সম্প্রদায়ের।’ মথুরার দেওয়ালের একটি লেখা নিয়ে বিতর্ক তুঙ্গে। ঘটনায় একটি FIR রুজু হয়েছে মথুরা থানায়।

পূরাণ মতে, মথুরার নন্দগাঁও এলাকাতেই বাস করতেই শ্রীকৃষ্ণ। সেখানেই যশোদা এবং নন্দের ঘরে ছেলেবেলা কাটে তাঁর। কৃষ্ণকে যদুবংশের বংশধর হিসেবেই মনে করছেন হিন্দু ধর্মাবলম্বীরা। তবে সম্প্রতি মথুরার রাস্তায় কয়েকটি দেওয়ালে নন্দগাঁওয়ের ইতিহাস সম্পর্কে কিছু তথ্য লেখা রয়েছে দেখা যায়। উল্লেখ করা হয়েছে, শ্রীকৃষ্ণ আসলে একজন জাঠ।

 

আরো পড়ুন:– কবে আসবে আপনার মৃত্যু? বলে দিচ্ছে এআই-চালিত ‘ডেথ ক্লক’। কিভাবে? জানলে অবাক হবেন

আরো পড়ুন: সস্তা স্যামসাঙ স্মার্টফোন পাওয়া যাচ্ছে মাত্র 6499 টাকার বিনিময়ে, পাওয়া যাবে 50MP Camera এবং 5000mAh Battery

তথ্যগুলির নীচে জনৈক কুঁয়ার সিংয়ের নাম লেখা ছিল। সঙ্গে দেওয়া ছিল তাঁর ফোন নম্বরও। স্থানীয় একাধিক ব্যক্তি ওই নম্বরে ফোন করে যোগাযোগ করার চেষ্টা করেন। তবে কোনও জবাব মেলেনি।

এই নিয়ে উত্তেজনা বাড়তেই হস্তক্ষেপ করেন স্থানীয় সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। তিনি নগর পঞ্চায়েতকে একটি মামলা দায়েরের নির্দেশ দেন। মঙ্গলবারই FIR দায়ের করেন পঞ্চায়েতের কর্মী রামজিৎ। কুঁয়ার সিংয়ের বিরুদ্ধে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ দায়ের করেছেন তিনি।

স্থানীয় পুলিশ আধিকারিক অরবিন্দ কুমার নিরওয়াল বলেন, ‘তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের খোঁজ চলছে। তবে এখনও পর্যন্ত কোনও তথ্য হাতে আসেনি। যে ফোন নম্বর ও দেওয়াল লিখনে উল্লেখ করা হয়েছে, তারও কোনও অস্তিত্ব নেই।’ তবে খুব দ্রুত ওই ফোন নম্বর ট্রেস করা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি। মথুরার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সবরকম পদক্ষেপ করা হচ্ছে।’

ইতিমধ্যেই নগর পঞ্চায়েতের পক্ষ থেকে মথুরার সমস্ত বিতর্কিত দেওয়াল লিখন মুছে ফেলা হয়েছে।

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন