Bangla News Dunia, শিখা দে :- ২০২০ র বাজেটে সরকার সমস্ত কিছুর উত্তর তালমিল রেখে বাজেট পেস করেছে। এবারের বাজেট পেস করতে অর্থ মন্ত্রী নির্মলা সীতারামন সময় নেন ২ ঘন্টা ৪০ মিনিট। বাজেটে সরকার চাষী , ছাত্র , ব্যাবসায়ী থেকে চাকরি জীবি সকলের জন্যই কিছু না কিছু করার চেষ্টা করেছে।
এই বাজেটে সরকার চাষীদের উপর বিশেষ ধ্যান দিয়েছে। সরকার চাষীদের ঋণ দেবার জন্য এবার ১৫ হাজার কোটি টাকার ব্যবস্থা করেছে। এছাড়া সরকার এবার ন্যাচারাল ফার্মিংয়ের উপর বিশেষ ধ্যান দিয়েছে। এছাড়া সরকার চাষীদের আয় বারবার জন্য যেই জমি ব্যহার না হয় সেই জমিতে সোলার সিস্টেম লাগাবার কথা বলেছে। এছাড়া মৌ মাছি পালন ও ফলের চাষের মাধ্যমে আয় বারবার কথা বলেছে। এছাড়া সরকার প্রতি জেলায় ১ টি করে গোডাউন বানাবার কথা বলেছে এতে চাষী তার তৈরি জিনিস রাখতে পারবে ও সঠিক সময়ে সেই জিনিস বিক্রি করতে পারবে।
শিক্ষা খাতে এই বাজেটে সরকার জোর দিয়েছে সরকার বলেছে ১৫০ টি হাই – এডুকেশন সেন্টার বানানো হবে। এছাড়া নতুন শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। এছাড়া কৌশল বিকাশের উপর জোর দেওয়া হবে। যাতে দেশের ছাত্রদের স্কিল বাড়ানো যায়।
চাকরি জীবিদের জন্য সরকার ট্যাক্স স্ল্যাবে ছাড় দিয়েছে। যেখানে আগে ৫ লাখ টাকা ইনকামের উপর ১০% ট্যাক্স দিতে হতো এখন সেখানে কোনো ট্যাক্স দিতে হবে না। সরকারের এই পদক্ষপের ফলে মনে করা হচ্ছে দেশের নাগরিকের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে। আর এর ফলে দেশে জিনিসের চাহিদা বাড়বে ও পরোক্ষ ভাবে দেশে বিসনেস বৃদ্ধি পাবে ও দেশের অর্থনীতি বৃদ্ধি পাবে।
[ আরো পড়ুন :- Big Breaking NEWS : এখন আপনার ইনকামের উপর অনেক কম TAX দিতে হবে ! ]
এছাড়া সরকার দেশের প্রতিটি জেলায় একটি করে আয়ুষ্মান হাসপাতাল বানাবের কথা বলেছে। এই আয়ুষ্মান হসপিটালে গুলো জেলা হাসপাতাল গুলোকেই বানানো হবে , যেখানে পি পি পি মডেলে হাসপাতাল গুলো গড়ে তোলা হবে। এই যোজনার মাধ্যমে সরকার দেশের প্রতিটি মানুষকে সুভিধা দিতে চলেছে।
এছাড়া সরকার ব্যাবসায়ীদের ও কিছু ছাড়া দিয়েছে যেখানে কোনো ব্যাবসায়ী তার স্টক বেচার জন্য তাকে এখন আর কোনো ট্যাক্স দিতে হবে না। এছাড়া সরকার স্টার্টআপ বুসিনেসের জন্য অনেক ছোট ছোট ছাড় দিয়েছে। এছাড়া সরকার পরিবহন ব্যাবস্থার জন্য প্রচুর টাকা আবন্টন করেছে বিভিন্ন খাতে।
সব মিলিয়ে বলা যায় কেউ এই বাজেট থেকে সরাসরি উপকার পাবেন আর কেউ পাবেন না। কিন্তু লং টাইম এর জন্য সকলেই উপকার পাবেন।