জানুন কতজনের কাছ থেকে টাকা নিয়েছেন পার্থ-অপা ? চার্জশিটে জানাল CBI

By Bangla News Dunia Dinesh

Published on:

partho arpita

 

Bangla News Dunia, দীনেশ :- পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) নিয়ে বিস্ফোরক তথ্য সামনে আনল সিবিআই (CBI)। শুক্রবার আদালতে চার্জশিট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানে সাফ উল্লেখ রয়েছে, ১ হাজার জনেরও বেশি চাকরিপ্রার্থীদের থেকে টাকা নিয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং তাঁর সঙ্গীরা। এমন তথ্য সামনে আসতেই নতুন করে শুরু হল জল্পনা।

আরো পড়ুন :- মাত্র 3,530 টাকা ঢেলে 33 কোটি রিটার্ন ! 6 মাসে কোটিপতি বিনিয়োগকারীরা, জানুন সেই মাল্টিব্যাগার শেয়ার সম্পর্কে

নিয়োগ দুর্নীতি মামলায় এখনও জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। সম্প্রতি তিনি ইডির (ED) মামলায় জামিনে মুক্ত হলেও, জেল মুক্তি হয়নি। আবার ১ অক্টোবর নিয়োগ মামলায় তাঁকে গ্রেপ্তার করে সিবিআই। শুক্রবার সিবিআই-এর বিশেষ আদালতে পেশ করা হয় ৪০ পাতার চার্জশিট। চার্জশিটে নাম রয়েছে অয়ন শীল এবং সন্তু গঙ্গোপাধ্যায়েরও। এদিনের চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করেছে, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ১ হাজারেরও বেশি চাকরি প্রার্থীদের থেকে টাকা নিয়েছেন।

আরো পড়ুন :- ভয়ঙ্কর যুদ্ধ কি আসন্ন ? পাক সীমান্তের দিকে এগোচ্ছে ১৫ হাজার তালিবান সেনা

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় আগেই জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে সিবিআইয়ের মামলায় জামিন নিয়ে বিচারপতিদের মধ্যে মতান্তর হওয়ায় মামলাটি বিচারপতি তপোব্রত চক্রবর্তীর একক বেঞ্চে পাঠিয়েছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। গত ২৪ ডিসেম্বর ওই মামলাতে পার্থদের জামিন নাকচ করে দেয় আদালত। অন্যদিকে, গত মঙ্গলবার এই মামলায় আদালত জানিয়েছিল, ‘পার্থ-সহ শিক্ষা দপ্তরের অভিযুক্ত প্রাক্তন পাঁচ পদস্থ কর্তা পদে থেকে নিজেদের দায়িত্ব এড়াতে পারেন না।’ তবে সিবিআই-এর চার্জশিট পেশ করার ফলে আরও বিপাকে পড়বে পার্থরা বলে মনে করছে  ওয়াকিবহালমহল।

আরো পড়ুন :- ফোন ধরলেই সর্বনাশ ! এই নম্বরগুলি থেকে কল আসলে ভুলেও তুলবেন না

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন