জানুন প্রধানমন্ত্রী মোদির সোশ্যাল মিডিয়া একাউন্ট ছেড়ে দেবের পিছনে কি কারণ থাকতে পারে

By Bangla news dunia Desk

Updated on:

Bangla News Dunia, জয় রায়:- প্রধানমন্ত্রী মোদী টুইটার , ফেসবুক , ইনস্ট্রাগ্রাম , ইউটিউব থেকে বিশ্রাম নিতে চলেছেন। তবে প্রধানমন্ত্রী মোদী বিশ্রাম নেবার মতো মানুষ বলে মনে হয় না। প্রধানমন্ত্রী মোদিকে খুব কাছের থেকে দেখলে তা বোঝা যায়। তবে প্রশ্ন হলো হঠাৎ প্রধানমন্ত্রী এই রকম সিদ্ধান্ত নিলেন কেন। প্রধানমন্ত্রী মোদির এই রকম সিদ্ধান্তের পিছনে আমাদের তরফ থেকে মনে করা হচ্ছে তিনি হয় তো আগামী রবিবার অনেক বড় কিছু ঘোষণা করতে চলেছেন।

এই দিন প্রধানমন্ত্রী হয়তো কোনো ভারতীয় সোশ্যাল মিডিয়া প্লাটফ্রমের সাথে নিজেকে যুক্ত করতে চলেছেন। এই প্লাটফর্মটি হয়তো সম্পূর্ণ ভারতীয় হবে। যেটা সেই দিনই প্রথম দেশবাসীর কাছে প্রকাশ পাবে। বহুদিন ধরেই ভারতীয়দের নিজস্ব সব নথি ( ডেটা ) ভারতেই রাখার জন্য বলা হচ্ছিল বিদেশি সমস্ত সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ককে। তবে তারা ভারতের আইন না মেনেই ভারতীয়দের ডাটা তাদের দেশে স্টোর করছিলো। এর ফলে ভারতীয়দের ডাটা সুরক্ষিতনয়। এছাড়া এই সোশাল মিডিয়া কোম্পানি গুলো ভারত থেকে প্রচুর টাকা উপার্জন করে নিজেদের দেশে নিয়ে যাচ্ছে।

[ আরো পড়ুন :- ব্রেকিং নিউজ : প্রধানমন্ত্রী মোদী একি টুইট করলেন নিজের সমস্ত সোশ্যাল মিডিয়া ছাড়তে চলেছেন ]

এর ফলেই হয় তো প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিতে চলেছেন। চিনে কোনো বাইরের দেশের কোনো সোশ্যাল মিডিয়া চলে না , সেখানে সেই দেশের তৈরি সোশ্যাল মিডিয়া চালানো হয়। এছাড়া চিনে গুগলের পরিবর্তে বাই ডু নামের সার্চ ইঞ্জিন কাজ করে।

এখন মনে করা হচ্ছে ভারতও এমন কিছু করতে চলেছে। তবে এমন কিছু হলে আমাদের দেশের জন্য ভালো হবে বলে মনে করা হচ্ছে। কারণ দেশের লোকের নিজস্ব সব নথি ( ডাটা ) দেশেই থাকবে আর এই বিদেশী কোম্পানি গুলো যে টাকা আমাদের দেশের থেকে উপার্জন করে নিয়ে যাচ্ছে তা দেশেই থাকবে।

[ আরো পড়ুন :- রাতে শোবার আগে এক গ্লাস গরম জল খাবার উপকারিতা জানুন ]

Bangla news dunia Desk

মন্তব্য করুন