Bangla News Dunia ,Pallab : বছর ঘুরতেই ২৬ এর নির্বাচন। তাই তার আগে কোনরকম সময় নষ্ট করতে চান না পশ্চিমবঙ্গ সরকার। জোর কদমে চলছে তার প্রস্তুতি। এদিকে রাজ্যের সমস্ত জনহিতকর প্রকল্পগুলি সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য চালু করা হয়েছিল দুয়ারে সরকার। ২০২০ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রতি বছর গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বছরের বিভিন্ন সময় দুয়ারি সরকারের ক্যাম্প হয়। আর এই আবহে এবার বছরের প্রথম মাসেই অর্থাৎ জানুয়ারি মাসে ফের দুয়ারে সরকার কর্মসূচি চালু করতে চলেছে রাজ্য সরকার।
আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া
ফের দুয়ারে সরকারের ঘোষণা মুখ্যমন্ত্রীর!
গত সোমবার সন্দেশখালিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি সরকারি পরিষেবা প্রদান কর্মসূচির অনুষ্ঠান মঞ্চ থেকে দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে জানান যে, আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত সরকারের একাধিক কর্মসূচি রয়েছে। ১৪, ১৫ এবং ১৬ জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগর মেলা চলবে। তারপর সকলের বাড়ি ফিরতে ফিরতে ১৬, ১৭ এবং ১৮ তারিখ হয়ে যাবে। এরপর ২৩ তারিখ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এবং ২৬ তারিখ সাধারণতন্ত্র দিবস। তাই ২৬ তারিখের পর জানুয়ারি মাসের শেষ সপ্তাহ ও ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ জুড়ে চলবে দুয়ারে সরকার কর্মসূচি। রাজ্যের প্রত্যন্ত এলাকায় এই কর্মসূচি নেওয়া হবে।
এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন যে যাদের যাতায়াতের অনেক সমস্যা হয়, সেখানে আরেকটা করে দুয়ারে সরকার করার জন্য মুখ্যসচিবকে জানানো হয়েছে। তাই সেই এলাকায় যাঁরা এখনও কাস্ট সার্টিফিকেট, লক্ষ্মীর ভান্ডারে নাম লেখাতে পারেননি স্বাস্থ্যসাথী পাননি, তাঁরা এবার সেই সুযোগ পেতে চলেছেন। এছাড়াও তিনি এদিন ঘোষণা করেছেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে ১২ লক্ষ মানুষকে বাংলার বাড়ির জন্য প্রথম কিস্তির টাকা প্রদান করা শুরু হয়ে গিয়েছে। আশা করা যাচ্ছে দেড় বছরের মধ্যে আরও ১৬ লক্ষ মানুষ বাংলার বাড়ির টাকা পাবেন। আর এই আবহে প্রশ্ন উঠছে কীভাবে পাবেন দুয়ারে সরকারের সুবিধা ?
কীভাবে জানবেন নিজের এলাকায় কবে আসবে দুয়ারে সরকার?
জানা গিয়েছে দুয়ারে সরকারের সুবিধার জন্য দুয়ারে সরকারের নিজস্ব ওয়েবসাইট ds.wb.gov.in-এ যেতে হবে। পেজের ডানদিকে সিটিজেন কর্নার পাবেন। সেখানে Find Your Camp – অংশে ক্লিক করতে হবে। সেখানে নিজের জেলা, ব্লক/লোকাল অপশন সিলেক্ট করে নিতে হবে। তখনই এলাকার ক্যাম্পের তারিখ এবং ক্যাম্প কোথায় হবে সামনে চলে আসবে। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, SC, ST, OBC-দের জন্য জাতিগত শংসাপত্র, শিক্ষাশ্রী, তপশিলী বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ইত্যাদি নানা প্রকল্পের ফর্ম পাওয়া যাবে এখানে।
আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….
অগ্নিবীর নিয়োগ 2025 : বিভিন্ন পদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/0CMmYG6hay
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025
India Post GDS Recruitment 2025 : 65,200টি শূন্য পদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/6NF7Xktxce
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025
ITBP নিয়োগ 2025: মোটর মেকানিক শূন্যপদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/dmqHraRemt
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025