জানুয়ারি মাসে অতিরিক্ত রেশন দেওয়ার ঘোষণা। কোন রেশন কার্ডে কত কিলো মাল পাবেন? দেখে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- নতুন বছরের শুরুতেই রেশন কার্ডের (Ration Card 2025) মাধ্যমে পাওয়া রেশন সামগ্রী (Ration Items List) নিয়ে দারুণ সুখবর পাওয়া গেল। কিছু দিন আগে পুরনো বছর ২০২৪ কে বিদায় জানিয়ে আমরা নতুন আশা ও ভরসা নিয়ে নতুন বছর ২০২৫ এর শুরুতে পা দিয়েছি এবং অনেকেই অনেক নতুন কিছু না কিছু করার জন্য প্রতিজ্ঞা বদ্ধ। আর এই সকল কিছুর মধ্যে এবারে ফ্রি রেশন (Free Ration 2025) নিয়ে বড় খবর পাওয়া গেল।

Ration Items List in January 2025

দেশের সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের সুবিধার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে রেশনে নানা ধরণের সামগ্রী ফ্রিতে বা কম দামে প্রদান করা হয়ে থাকে। আর এই জন্য এমন কোটি কোটি মানুষ আছে যাদের এখন আর না খেয়ে রাতে ঘুমাতে হয়না। আয়ের প্রকারভেদ অনুসারে নানা ধরণের রেশন কার্ড জারি করা হয়ে থাকে সরকারের তরফে।

আরও পড়ুন:– ওভারহেড ইলেকট্রিক তারের ওপর শুয়ে পড়েও অদ্ভুত রক্ষা যুবকের, কিভাবে সম্ভব ?

পশ্চিমবঙ্গে রেশন সামগ্রীর তালিকা

আমাদের দেশে ও রাজ্যে মোট ৫ ধরণের রেশন কার্ডের মাধ্যমে আলাদা আলাদা পরিমাণে খাদ্য সামগ্রী দেওয়া হয়ে থাকে। আর বর্তমানে দেশের ৮০ কোটিরও বেশি মানুষদের আগামী ২০২৮ সাল পর্যন্ত ফ্রি রেশন দেওয়া হবে বলে অনেক দিন আগেই ঘোষণা করে দেওয়া হয়েছে আর এই ঘোষণা করার ফলে কোটি কোটি গরীব ও মধ্যবিত্ত মানুষদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

কোন রেশন কার্ডে কত কিলো পাবেন?

AAY Card – অন্ত্যদয় অন্ন যোজনা রেশন কার্ড গ্রাহকরা সবচেয়ে বেশি পরিমাণে রেশন সামগ্রী পেয়ে থাকেন। এই রেশন কার্ড গ্রাহকদের ২১ কিলো চাল এবং ১৪ কিলোর কাছাকাছি গম বা ১৩ কিলো ৮০০ গ্রামের মত আটা দেওয়া হয়ে থাকে। আর খুবই কম মূল্যে বা কখনো ফ্রিতে চিনি দেওয়া হয় রেশন দোকান থেকে।

SPHH & PHH Card – স্টেট প্রায়োরিটি হাউজ হোল্ড এবং প্রায়োরিটি হাউজ হোল্ড রেশন কার্ড গ্রাহকদের ২.৫ কিলো চাল ও ১ কিলো ৯০০ গ্রাম আটা বা ২ কিলো ৫০০ গ্রাম গম দিয়ে দেওয়া হবে। আটা বা গমের মধ্যে যে কোন একটাই এই সকল গ্রাহকদের দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: ২০২৫-এ কেমন হবে ভারতের সঙ্গে রসায়ন? জানালেন বাংলাদেশের সেনাপ্রধান

আরও পড়ুন:– বিমানযাত্রীদের জন্য সুখবর, ডোমেস্টিক ফ্লাইটেও মিলবে Wi-Fi পরিষেবা, কিভাবে এই সুবিধা পাবেন ? জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন