জানেন অতীতে ‘অখণ্ড ভারত’ থেকে আলাদা হয়েছিল ১১টি দেশ ! পড়ুন অজানা ইতিহাস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব : ৭৫ বছর হল আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু আপনারা অনেকেই কিন্তু জানেন না ব্রিটিশদের হাত ধরে কোন কোন দেশ আলাদা হয়েছে ভারত থেকে ? তাই এই প্রতিবেদনে সেই প্রতিটি দেশের নাম দেওয়া হয়েছে। জানুন সেই অজানা অতীত সম্পর্কে —

পাকিস্তান : ১৯৪৭ সালে স্বাধীনতার পর ধর্মের‌ ভিত্তিতে ভারত ও পাকিস্তান দুটি দেশ সৃষ্টি হয়। একদিকে ভারত হল হিন্দুদের দেশ এবং পাকিস্তান হল মুসলিমদের দেশ। এরপরেও পাকিস্তান ভাগ হওয়ার পর বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হয়।

আরো পড়ুন:- চাল রপ্তানি বন্ধ করেছে ভারত ! খাদ্য সংকটে বিশ্ব

নেপাল : ব্রিটিশরা ভারতবর্ষ দখল করলেও নেপাল কখনও দখল করতে পারেননি। তাই ব্রিটিশ শাসন শুরু হওয়ার পর থেকেই নেপাল আলাদা রাষ্ট্র হিসেবে পরিচিতি পেতে শুরু করে। আজও এটি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিচিত। নেপালের রাজা ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন কিন্তু ভারত সরকার রাজি হয়নি।

থাইল্যান্ড : প্রাচীনকাল থেকেই থাইল্যান্ড বা ভারতের অংশ ছিল। সে দেশে এখনও অনেক হিন্দু মন্দির ও বৌদ্ধ মন্দির দেখতে পাওয়া যায়।

কম্বোডিয়া : প্রাচীনকাল কম্বোডিয়াও ভারতের অংশ ছিল। সেই সময় এখানকার মানুষ ভগবান শিবের পূজাও করতেন। তাছাড়াও জানা গিয়েছে এখানকার মানুষের প্রধান ভাষা ছিল সংস্কৃত।

ভিয়েতনাম : প্রাচীনকালে ভিয়েতনামের নাম ছিল চম্পা। আজও এই বহু প্রাচীন হিন্দু মন্দিরের দেখা মিলবে এই দেশে। এর থেকেই জানা যায় যে এক সময় এখানেও প্রচুর পরিমাণে হিন্দুরা থাকতেন।

মালয়েশিয়া : মালয় নাম থেকে মালয়েশিয়া নামটি এসেছে। এখনও এই দেশের বহু জায়গায় হিন্দি দেব-দেবীদের পূজা করা হয়। তবে প্রাচীনকাল এই দেশের প্রধান ভাষা ছিল ব্রাক্ষ্মী ভাষা বা সংস্কৃত ভাষা।

মায়ানমার : এই দেশের প্রাচীন নাম ছিল‌ ব্রক্ষ্মদেশ। প্রাচীনকাল থেকেই এই দেশটি ভারতের অংশ ছিল। কিন্তু ব্রিটিশরা ভারতবর্ষ দখল‌ করার পর ভারতকে এবং ভারতীয়দের দূর্বল করার জন্য এই দেশটিকে ভারত থেকে আলাদা করে দেওয়া হয়।

তিব্বত : বর্তমান সময় চীনের অংশ হল তিব্বত। কিন্তু এক সময় ভারতবর্ষের অংশ ছিল তিব্বত। কিন্তু ব্রিটিশ আমলে তিব্বত একটি রাস্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছিলো। কিন্তু ভারত স্বাধীন হওয়ার পর চীন তিব্বত দখল করে‌ নেয়।

আরো পড়ুন :- জানেন ১৫ই আগস্ট আরও ৫টি দেশ স্বাধীন হয়েছিল ! পড়ুন অজানা কাহিনী

ভুটান : ভুটান দেশটির নাম এসেছে সংস্কৃতি শব্দ ‘ভূ উত্থান’ থেকে। প্রাচীনকাল এই দেশও ভারতের অংশ ছিল। কিন্তু ব্রিটিশরা ভারতবর্ষ দখল করার পর ১৯০৬ সালে ভুটানকে ভারত থেকে আলাদা করে‌ দিয়ে‌ ছিল।

আফগানিস্তান : প্রাচীনকালে আফগানিস্তানের‌ নাম ছিল উপগানস্থান এবং কান্দাহারের নাম ছিল গান্ধার। মহাভারতেও এই শহরের কথা উল্লেখ রয়েছে। এক সময় ভারতের অংশ ছিল এই দেশ কিন্তু এখন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচিত।

শ্রীলঙ্কা : প্রাচীন ভারতের অংশ ছিল শ্রীলঙ্কা। এমনকি রামায়ণেও উল্লেখ রয়েছে এই দেশের। কিন্তু ব্রিটিশরা ১৯৩৫ সালে শ্রীলঙ্কাকে ভারত থেকে আলাদা করে। #End

আরো পড়ুন :- রেলের অনুষ্ঠান থেকে বিরোধীদের তীব্র কটাক্ষ মোদির

আরও পড়ুন : কমছে ভোটে লড়ার বয়সসীমা !

 আরও পড়ুন : ৬ কোটি মানুষকে বিরাট উপহার দিল মোদী সরকার !

আরো খবর দেখতে নিচের ছবিতে ক্লিক করুন

 

 

আরও পড়ুন : আদিকাল থেকে পৃথিবীতে সৃষ্টি হয়েছে বহু ধর্ম ! জানুন এমন বৃহৎ ১০টি ধর্ম সম্পর্কে

আরও পড়ুন : পৃথিবী জুড়ে ভয়াবহ জলবায়ু পরিবর্তন ! ধ্বংসের মুখে মানবজাতি

আরও পড়ুন : পাকিস্তানের হিন্দুদের রক্ষা করুন ! মুসলিম বিশ্বের কাছে দাবি তুলল ভারত

বিশেষ দ্রষ্টব্য :- ” আমাদের কাছে আপনার ও আপনার সময়ের দাম রয়েছে , তাই আমরা আমাদের লাভের জন্য অযথা খবর বড় করি না , আমরা দিয়ে থাকি আপনাদের পয়েন্টের খবর। যাতে আপনার সময় নষ্ট না হয়। আমাদের এই শর্ট নিউজ আপনাদের কেমন লাগছে তা নিচে কমেন্টে জানান। যদি এই রকম শর্ট নিউজ আরো বেশি করে দেখতে চান তবে like করুন ও কমেন্টে YES লেখে আমাদের জানান। আর অবশই আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেল ফলো করুন।” ‘ধন্যবাদ’

আরো পড়ুন :- BIG NEWS: এবার আধার-রেশন কার্ড লিঙ্ক করা যাবে, সম্পূর্ণ বিনামূল্যে

আরও পড়ুন : মন্দিরে নিষিদ্ধ RSS ! জোর বিতর্ক

আরও পড়ুন : মহিলাদের ‘ব্যাংক একাউন্টে’ টাকা পাঠাবে মোদী সরকার !

এই রকম আরো খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন