Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পরীক্ষার শেষ দিনে আনন্দ করার জন্য নিজেদের মধ্যেই সেলিব্রেশনে মেতেছিল ঝাড়খণ্ডের ধানবাদের এক নামী প্রাইভেট স্কুলের দশম শ্রেণির ছাত্রীরা। তাতেই ক্ষুব্ধ হন স্কুলের প্রিন্সিপাল। বকাঝকার পাশাপাশি প্রিন্সিপালের নির্দেশে দশম শ্রেণির ছাত্রীদের জামা খুলতে হয় বলে অভিযোগ। বাধ্য হয়ে গায়ে ব্লেজ়ার চাপিয়েই কোনওমতে বাড়িতে ফেরে ওই স্কুলের দশম শ্রেণির ছাত্রীরা। তার পরই বিষয়টি নিয়ে শোরগোল পড়েছে। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়ে পুলিশের ডেপুটি কমিশনারের কাছে ক্ষোভ উগরে দিয়েছেন অভিভাবকদের একাংশ। জানানো হয়েছে অভিযোগও। বিষয়টি নিয়ে তদন্তের জন্য ইতিমধ্যেই কমিটি গঠন করা হয়েছে বলে সে রাজ্যের প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
বৃহস্পতিবার ধানবাদের ওই স্কুলের দশম শ্রেণির ছাত্রীদের পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা শেষের পর ‘পেন ডে’ সেলিব্রেট করেছিল দশম শ্রেণির প্রায় ১০০ ছাত্রী। এই সেলিব্রেশনের অঙ্গ হিসাবে নিজেদের মনের কথা একে অন্যের শার্টে লিখেছিল ছাত্রীরা। তা নিয়েই ক্ষুব্ধ প্রিন্সিপাল ‘উচিত শিক্ষা’ দেওয়ার বন্দোবস্ত করেন। তিনি ছাত্রীদের জামা খুলতে বাধ্য করেন। এবং সেই সব জামা আর পরতে দেননি বলেও অভিযোগ ছাত্রীদের। কেবল ব্লেজ়ার পরেই স্কুল থেকে সে দিন বাড়ি ফেরেন ছাত্রীরা। বাড়ি ফিরে ঘটনার কথা অনেকেই নিজেদের বাড়ির লোককে জানান। এর পরই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে।
ছাত্রীদের অভিভাবকরা প্রিন্সিপালের এই আচরণে ব্যাপক ক্ষুব্ধ। দল বেঁধে ডেপুটি কমিশনারের অফিসে যান তাঁরা। বিষয় তুলে ধরেন কমিশনারের সামনে। স্থানীয় জনপ্রতিনিধি রাগিনী সিং সঙ্গ দেন তাঁদের। নামী স্কুলের মহিলা প্রিন্সিপালের এই আচরণকে ‘নিষ্ঠুর’ এবং ‘অবমাননাকর’ বলেছেন ডেপুটি কমিশনার মাধবী মিশ্র। ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠনের কথাও ঘোষণা করেছেন তিনি। অভিযুক্ত দোষী সাব্যস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধি রাগিনী এ নিয়ে বলেছেন, ‘এক জন মহিলা হিসাবে কিশোরীদের সঙ্গে এই আচরণ আমি অবাক। স্কুল কর্তৃপক্ষ খুবই অন্যায় করেছেন।’
আরও পড়ুন:– দাবানলের কারণ কী? ট্রাম্প থেকে মাস্ক, কে কোন যুক্তি দিচ্ছেন ?
আরও পড়ুন:– ৪০০ বছর আগে বাড়িতে তৈরি টেলিস্কোপে গ্যালিলিও কিভাবে বৃহস্পতির ৪টি উপগ্রহের সন্ধান পান ?
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025