জারি হলো জনতা কারফিউ

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia, সারদা দে : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জারি হলো জনতা কারফিউ। রবিবার এই কারফিউ হবে বলে জানানো হয়েছে । গবেষকদের মতে এই ভাইরাস ১২ ঘন্টার বেশি বাঁচতে পারে না।  আর এই ১৪ ঘন্টার কারফিউতে  মানুষ বাড়ি থেকে না বেরোলে ভাইরাস আক্রান্তদের সংস্পর্শে আসা কমে যাবে। ফলে ভেঙে যাবে এই ভাইরাসের চেন।

[ আরো পড়ুন :- Whats app – এর বড় পদক্ষেপ , করোনা নিয়ে ভুয়ো খবর রুখতে ]

রবিবার ছুটির দিন তাই বাছা  হলো এই দিনটিকে।  কারণ এই দিনে মানুষ বাইরে বেশি একত্রিত হয় ।  প্রায় ১২৫ কোটির  দেশ ভারতবর্ষ। তার এক চতুর্থাংশের  বেশি সংক্রমিত হলে প্রায় ত্রিশ কোটি সংক্রমিত হয়।  আর এই চাপ সামলানোর মতো পরিকাঠামো ভারতে কেন কোনো দেশেই নেই বলে জানানো হয়েছে।  সংক্রমিত রোগীদের ১০ শতাংশের  যদি ভেন্টিলেশন  লাগে তবে সংখ্যাটি দাঁড়াবে প্রায় তিন কোটি।   সমগ্র  ব্যবস্থা ভেঙে যাবে এর ফলে ।

[ আরো পড়ুন :- করোনা নিয়ে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বৈঠক ! ]

তবে অনেকেই  মৃত্যুর হার বেশি নয়  বলে  সচেতনতা বৃদ্ধির  প্রচারকে অহেতুক আতঙ্ক বলছেন।  তবে তাদের জানানো হয়েছে  যে সঠিক সময়ে সঠিক চিকিৎসা না পেলে মৃত্যুর হার  বাড়ার আশংকা আছে।  আর এই রবিবার জন কারফিউর মাধ্যমে  যদি এই চেন ভেঙে দেওয়া যায় , তবে আখেরে লাভ হবে ভারতবাসীর।  এর মধ্যে  শুধুমাত্র রাজনৈতিক নয় দেশবাসীর সুরক্ষা নিহিত আছে। প্রধানমন্ত্রী এই জন কারফিউ নিয়ে বলছেন যে সমগ্র ভারতবাসী  যদি এই কারফিউকে  সফল করতে পারে তাহলে কোনো কিছুই ভারতের ক্ষতি করতে পারবে না বলে তার ধারণা। সম্প্রতি ভারতে করোনা ভাইরাসে  আক্রান্তের সংখ্যা বাড়ছে। বন্ধ করা হয়েছে সমস্ত সরকারি বেসরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলি। সমস্ত অফিসও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার এই কারণে। এই জন কারফিউয়ের  ঘোষণায় দেশবাসী কতটা সাড়া  দেয় সেটাই  এখন দেখার বিষয়।

[ আরো পড়ুন :- করোনা আতঙ্কে রাজধানী এক্সপ্রেস থেকে নামানো হলো যাত্রীকে ]

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন