জার্মানির বাজারে ভারতীয়দের ওপর হামলা, ৭ ভারতীয় সহ জখম 200, কারা হামলা করলো জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বড়দিনের প্রস্তুতির জন্য কেনাকাটায় ব্যস্ত ছিলেন সকলে ৷ সেই সময় হঠাৎ একটি গাড়ি দ্রুতগতিতে এসে পিষে দিয়ে যায় সকলকে ৷ জার্মানির ম্যাগদেবর্গের বাজারের ভয়াবহ সেই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 5 জন হয়েছে ৷ আহতর সংখ্য়া ছুঁয়েছে 200 ৷ প্রশাসনিক সূত্রে খবর, আহতদের মধ্যে 7 জন ভারতীয় রয়েছেন ৷ ঘটনায় তীব্র নিন্দা জানাল নয়াদিল্লি ৷

জার্মানির স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা 7টা নাগাদ ম্যাগদেবর্গের ভিড়ে ঠাসা বাজারে দ্রুতগতির গাড়ি নিয়ে ঢুকে পড়ে এক ব্যক্তি ৷ পিষে দিয়ে যায় একাধিক মানুষকে ৷ প্রশাসনিক সূত্রে খবর, ভয়াবহ এই ঘটনায় এখনও পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে ৷ মৃতদের মধ্য়ে 9 বছরের একটি শিশুও রয়েছে ৷ আহত হয়েছেন 200 জন ৷

এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি ৷ গাড়ি হামলাকে ‘ভয়াবহ’ ও ‘অর্থহীন’ বলে সমালোচনা করেছে বিদেশমন্ত্রক ৷ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বার্লিনে ভারতীয় দূতাবাসের তরফে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সব রকম পদক্ষেপ করা হয়েছে ৷ আহতদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে জার্মানির ‘ইন্ডিয়ান মিশন’ ৷ মন্ত্রক সূত্রে খবর, ইতিমধ্য়েই প্রাথমিক চিকিৎসার পর 3 জনকে ছেড়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ তবে বাকি 4 জনের এখনও চিকিৎসা চলছে ৷

জার্মানিতে বড়দিন পালনের ঐতিহ্য শতাব্দী প্রাচীন ৷ সে দেশে এই উৎসবের গুরুত্বও অপরিসীম ৷ ইউরোপের এই দেশে ধুমধাম করে পালিত হয় এই উৎসব ৷ তাই উৎসবের প্রস্তুতি নিয়ে সাধারণ মানুষের মধ্য়ে উত্তেজনা চরমে থাকে ৷ প্রতি বছর এই উৎসবকে কেন্দ্র করে ম্যাগদেবর্গের স্যাক্সনি-অনহল্টে বিশাল বাজারটি বসে ৷ শুক্রবার সেই বাজারেই হামলা হয় ৷ বড়দিনের মাত্র কয়েকদিন আগে এই ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে ৷

আরো পড়ুন: হিন্দু নির্যাতনের ঘটনা পাকিস্তানের ২০ গুণ বাংলাদেশে, তথ্য বিদেশ মন্ত্রকের 

অবশ্য, গাড়ির চালককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ম্যাগদেবর্গের পুলিশ ৷ জানা গিয়েছে, ধৃত ব্যক্তি সৌদি আরবের বাসিন্দা ৷ জানা গিয়েছে, 2006 সাল থেকে জার্মানিতে বসবাস করছেন 50 বছর বয়সি এই ব্যক্তি ৷ ম্যাগদেবর্গ থেকে দক্ষিণে 40 কিলোমিটার দূরে অবস্থিত বার্নবর্গ শহরে ডাক্তারি পেশার সঙ্গে তিনি ৷

ঘটনা প্রসঙ্গে ইন্টেরিয়ার মিনিস্টার ফর স্টেট তামারা জিয়েসচাঙ্গ বলেন, “এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত নেই বলে অনুমান পুলিশের ৷ ফলে, সৌদির ব্যক্তির গ্রেফতারির পর আর কোনও বিপদ নেই বলে মনে করা হচ্ছে ৷” আইনজীবী হর্স্ট ওয়াল্টার নোপেনস্ স্থানীয় এক সংবাদসংস্থাকে জানান, হামলার কারণ এখনও স্পষ্ট নয় ৷ তবে সৌদি শরণার্থীদের প্রতি জার্মান সরকারের আচরণ হামলার কারণ হলেও হতে পারে ৷

প্রসঙ্গত, 8 বছর আগে এমনই এক হামলা হয় রাজধানী বার্লিনে ৷ সেই বারও বড়দিনের ঠিক আগে ভিড়ে ঠাসা শহরের একটি বাজারের মধ্য়ে প্রবল গতিতে ঢুকে পড়ে গাড়ি ৷ ভয়াবহ সেই ঘটনায় 13 জনের মৃত্য হয় ৷ আহত হন আরও অনেকে ৷ তদন্তে জানা যায়, হামলাকারী এক ইসলামী চরমপন্থী ৷ ঘটনার কয়েকদিন পরে ইতালির একটি শুটআউটে মারা যান অভিযুক্ত ব্যক্তিটি ৷

আরো পড়ুন: বিনামূল্যে রেশন সামগ্রীর সঙ্গে 1000 টাকা পাবেন? বিস্তারিত জানতে পড়ুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন