জালিয়াতির জালে হিন্ডেনবার্গের কর্ণধার ! কেন এমন সম্ভাবনা ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ারদরে কারচুপির অভিযোগ এনে শোরগোল ফেলে দিয়েছিল আমেরিকার শর্ট সেলিং সংস্থা ‘হিন্ডেনবার্গ রিসার্চ’। যারা সাধারণত কোনও সংস্থা সম্পর্কে খারাপ রিপোর্ট প্রকাশের আগে তাঁদের শেয়ার খোলা বাজারে বিক্রি করে রেখে পরে তা কম দামে কেনে। কিন্তু সম্প্রতি আচমকা সংস্থার ঝাঁপবন্ধের ঘোষণা করেন কর্ণধার নেট অ্যান্ডারসন। তারপরেই কানাডায় আতশকাচের তলায় তাঁর এবং হিন্ডেনবার্গের কার্যকলাপ।

আরও পড়ুন:– মহিলাদের প্রতিমাসে 32 হাজার টাকা দিচ্ছে কেন্দ্র। চালু হল নতুন প্রকল্প। টাকা পেতে হলে কী করতে হবে?

সংবাদমাধ্যম সূত্রে খবর, নিরাপত্তা সংক্রান্ত জালিয়াতির অভিযোগে বিদ্ধ হতে পারেন হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিষ্ঠাতা নেট। কানাডার একটি পোর্টালের তথ্য অনুযায়ী, অন্টারিওর একটি আদালতে দায়ের করা নথি থেকে জানা গিয়েছে, সে দেশের হেজ ফান্ড সংস্থা (লেনদেনের ঝুঁকি সামলে শেয়ারের রিটার্ন বাড়ানোর চেষ্টা করে যারা) অ্যানসন-এর কর্ণধার মোয়েজ় কাসামের সঙ্গে মিলে ২০২০-তে ট্যাক্সি অ্যাপ ফেসড্রাইভ সংক্রান্ত রিপোর্ট তৈরি করেছিলেন নেট। সেখানে আগে থেকেই অ্যানসন-এর কাছে এই সংস্থাটি সম্পর্কে খবর ছিল। অ্যানসন হেজ ফান্ডের প্রধান মোয়েজ কাসাম স্বীকার করেছেন, তিনি হিন্ডেনবার্গের নেট অ্যান্ডারসনের সঙ্গে গবেষণা তথ্য শেয়ার করেছিলেন।

আরও পড়ুন:– রহস্যের জট খুলতে কাশ্মীরের গ্রামে এবার কেন্দ্রীয় দল, জানতে বিস্তারিত পড়ুন

সম্প্রতি অন্টারিও-র আদালতে মানহানির এক মামলায় কাসাম এবং অ্যান্ডারসনের মধ্যে সংশ্লিষ্ট ই-মেল বার্তালাপ তুলে ধরে কানাডার মার্কেট ফ্রডস পোর্টাল। তাঁদের দাবি, আদালতের নথি থেকে স্পষ্ট যে, হিন্ডেনবার্গ রিসার্চ এবং অ্যানসন হেজ ফান্ড একসঙ্গে রিপোর্ট তৈরি করেছিল। কোনও কোম্পানির বিরুদ্ধে নেতিবাচক প্রতিবেদন তৈরি করার সময় বিনিয়োগে অংশগ্রহণের তথ্য গোপন রাখা নিরাপত্তা জালিয়াতি হিসেবে গণ্য হতে পারে।

আরও পড়ুন:– কলকাতা CNCI ইনস্টিটিউটে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন বিস্তারিত

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন