Bangla News Dunia , Pallab : জিততে না পারলে বিহার ‘ব্যাঁকা’ ! প্রবাদটি বদলে দেওয়া যেতে পারে প্রশান্ত কিশোরের সাম্প্রতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে। তিনি বলেছেন, ”বিহার আক্ষরিক অর্থেই একটি ব্যর্থ রাজ্য।” সম্প্রতি উপনির্বাচনে লড়াইয়ে নেমে চারটি আসনের সব কটিতেই হেরেছে তাঁর দল জন সুরাজ। আর তার পরই এমন মন্তব্য করতে দেখা গেল তাঁকে। পাশাপাশি প্রশান্ত কিশোরের দাবি, আগামী বছর বিহার নির্বাচনে জিতবে তাঁর দলই।
আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?
মঙ্গলবার জন সুরাজের মার্কিন শাখা খোলার সময় মার্কিন মুলুকে বসবাসকারী বিহারীদের সামনে ভার্চুয়াল বক্তব্য রাখার সময় প্রশান্ত বলেন, ”আমরা বুঝতে পেরেছি বিহার আক্ষরিক অর্থেই একটি ব্যর্থ রাজ্য। যদি বিহার একটা দেশ হত, তাহলে তা বিশ্বের সবচেয়ে জনবহুল একাদশতম দেশ হত।
জাপানকেও সম্প্রতি পিছনে ফেলে দিয়েছি জনসংখ্যার নিরিখে।” তাঁর মতে, বিহারের সবচেয়ে বড় সামাজিক সমস্যা হল, যে গোটা সমাজ ‘আশাহত’ হয়ে পড়েছে রাজ্যের উন্নতির সম্ভাবনার বিষয়ে। তবে সেই সঙ্গেই তিনি আশাবাদী এখনও সব শেষ হয়ে যায়নি। #Short News